ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উলিপুরে ছয় লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৪:৩৩, ৭ অক্টোবর ২০১৭

উলিপুরে ছয় লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম॥ উলিপুরে এক ইটভাঁটির মালিকের ছোট ভাই ও ম্যানেজারকে পিটিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ম্যানেজার সুজন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসী ছালামসহ ৭ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, ইটভাঁটি সংলগ্ন পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম চন্ডিজান গ্রামের আঃ ছালাম প্রায়ই ভাঁটি মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভাঁটির মালিকের ছোট ভাই মাহবুব আলম ও ম্যানেজার সুজন মিয়া ব্যবসার কালেকশনের ৬ লাখ টাকা নিয়ে কুড়িগ্রাম-উলিপুর সড়কের মিনাবাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় আঃ ছালাম দেশীয় ধারাল অস্ত্র নিয়ে বাজার পার্শ^বর্তী স্থানে তাদের গতিরোধ করে এলাপাতাড়ি মারপিট শুরু করে। তাদের চিৎকারে লোকজন মাহবুব আলম ও সুজন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় সন্ত্রাসী আঃ ছালাম ৬ লাখ টাকা ভর্তি কাপড়ের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে চলে যায়। জামালপুরে ভুয়া চিকিৎসক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ অক্টোবর ॥ ইসলামপুর উপজেলায় দীর্ঘদিন ধরে মানুষকে ধোঁকা দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে আশরাফুল ইসলাম চৌধুরী নামের এক ভুয়া চিকিৎসককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে প্রতারণার মামলা দায়ের করে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করেছে। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ভুয়া চিকিৎসক আশরাফুল ইসলাম চৌধুরী ওরফে দিপুর বাড়ি ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামে। তিনি ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ বাজারের মাহী মেডিক্যাল হলে দীর্ঘদিন ধরে নিয়মিত রোগী দেখে আসছিলেন। তিনি নিজেকে মা ও শিশু, চর্ম ও যৌন রোগে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সার্জারি কাজে অভিজ্ঞ এবং এক্স-ইমারজেন্সি মেডিক্যাল অফিসার পরিচয় দিতেন। তার ব্যক্তিগত ব্যবস্থাপত্রেও ‘ডাঃ এ কে এম আশরাফুল ইসলাম চৌধুরী ‘এক্স-ইমারজেন্সি মেডিক্যাল অফিসার, এশিয়ান জেনারেল হসপিটাল লি., জেনারেল প্র্যাকটিশিয়ান ডিপ্লোমা ইন মেডিসিন, মা ও শিশু রোগ, চর্ম ও যৌন রোগে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত যাবতীয় সার্জারি কাজে অভিজ্ঞ’ উল্লেখ রয়েছে। ইসলামপুর শহরের অভিজ্ঞ চিকিৎসক বসছেন বলে তাকে নিয়ে মাইকিংও করা হতো। এতে দিন দিন তার কাছে রোগীর ভিড়ও বাড়তে থাকে। সেই সুযোগে কথিত চিকিৎসক আশরাফুল ইসলাম চৌধুরী নিরীহ-অসহায় মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।
×