ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাখি তাড়াতে গলদঘর্ম

প্রকাশিত: ০৪:২৪, ৭ অক্টোবর ২০১৭

পাখি তাড়াতে গলদঘর্ম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে নিউইয়র্ক ইয়াঙ্কি ও টরন্টো ব্লু জাইস দলের মধ্যে সম্প্রতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এ সময় সবার চোখ ফাঁকি দিয়ে স্টেডিয়ামের গ্যালারির রেলিংয়ে বসে এই পাখিটি। অনেক চেষ্টা করেও পাখিটিকে সরানো যাচ্ছিল না। স্বেচ্ছা সেবকদের পাখিটি তাড়াতে গলদঘর্ম হতে হয়। কারণ গ্যালারির অনেক দর্শক খেলা দেখা বাদ দিয়ে এই পাখিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এএফপি রেণু সংগ্রহ জার্মানির দক্ষিণাঞ্চল ফুলের জন্য বিখ্যাত। দেশটির দক্ষিণাঞ্চলের মিউনিখসহ অন্যান্য জায়গায় প্রচুর ফুল চাষ করা হয়। ফুল রফতানির পাশাপাশি এই দেশ প্রতিবছর প্রচুর মধু উৎপাদন করে। বৃহস্পতিবার প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে, একটি ফুল থেকে রেণু সংগ্রহের চেষ্টা করছে মৌমাছি। এএফপি
×