ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি গৃহবন্দী ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:৪০, ৬ অক্টোবর ২০১৭

প্রধান বিচারপতি গৃহবন্দী ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এর মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘নগ্ন দলীয়করণে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ব্যারিস্টার মওদুদ বলেন, প্রধান বিচারপতির অসম্মতিতে তার সই জাল করে এক মাসের ছুটিতে যেতে বাধ্য করেছে। ছুটির জন্য যে চিঠি তা প্রধান বিচারপতির লেখা না। কারণ, একজন বিচারপতির লেখা চিঠিতে পাঁচটি বানান ভুল থাকতে পারে না। তার যে সই দেয়া হয়েছে সেটাও তার নয়। এতেই প্রমাণ হয় প্রধান বিচারপতি ছুটি চাননি। প্রধান বিচারপতি শেষ পর্যন্ত বলেছেন, তিনি সুস্থ রয়েছেন। মওদুদ আহমদ বলেন, ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে সরকারের মন্ত্রী-এমপিরা যে ভাষায় কথা বলেছেন, তার নজির পৃথিবীর কোথাও নেই। কিছুদিন আগে প্রধান বিচারপতি জাপান ও কানাডা ঘুরে এসেছেন। তিনি সুস্থ একজন মানুষ। অথচ তাকে অসুস্থ বানিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। এসকে সিনহার যে ছুটির আবেদন আইনমন্ত্রী গণমাধ্যমকে দেখিয়েছেন সেটি ভুয়া। লজ্জা লাগে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে এই ধরনের ভুয়া ও জালিয়াতি তথ্য জনগণকে দেয়া হয়। মওদুদ বলেন, প্রধান বিচারপতির সঙ্গে কাউকে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না। আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাত করতে গেলে বলা হয়েছে তিনি অসুস্থ। তার আত্মীয়স্বজনকেও দেখা করতে দেয়া হচ্ছে না। তার বাসার টেলিফোন লাইনটিও বিচ্ছিন্ন। মওদুদ বলেন, একটি রায় দেয়ার কারণে প্রধান বিচারপতিকে ছুটি দেয়া হয়েছে। তাকে বিদেশ পাঠানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, প্রধান বিচারপতি ছুটি নেননি। তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে বাধ্য করা হয়েছে। এ্যাটর্নি জেনারেল বলেছেন, চীফ জাস্টিস কোথায় আছেন তিনি তা জানেন না। তাহলে কি প্রধান বিচারপতি গুম হয়ে গেছেন? আইনমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, তিনি বলেছেন, প্রধান বিচারপতির ক্যান্সার হয়েছে। এজন্য তিনি ছুটি নিয়েছেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান বিচারপতি কোথায় আছেন তা কেউ জানে না। আমরা জানি না, রাষ্ট্র জানে না, এ্যাটর্নি জেনারেল জানে না। তাহলে তিনি কোথায়? এ অবস্থায় দেশের জনগণকে নিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে না পারি তাহলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আয়োজক সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, প্রকৌশলী মাহমুদুর রহমান, শিক্ষাবিদ ড. সদরুল আমিন, সাংবাদিক নেতা আবদাল আহমেদ, শিক্ষক নেতা বাহাউদ্দিন বাহার প্রমুখ। সেমিনারে শিক্ষায় বিশেষ অবদানের জন্য পিয়াস করীম (প্রয়াত), অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ ও অধ্যক্ষ মাহমুদা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান বিচারপতি বিএনপি নয়, আওয়ামী ভাবাপন্ন মানুষÑ দুদু ॥ প্রধান বিচারপতি বিএনপি ভাবাপন্ন মানুষ নয়, তিনি আওয়ামী ভাবাপন্ন মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কারা তাকে প্রধান বিচারপতি করেছিলেনÑবিএনপি না আওয়ামী লীগ? বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস আয়োজিত ‘জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, প্রধান বিচারপতি সারা জীবন ধর্মনিরপেক্ষতার পক্ষে জয়গান করেছেন। সপ্তাহ দু’য়েক আগেও তিনি বলেছিলেন শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে তিনি প্রধান বিচারপতি হতে পারতেন না। তারপরও তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়। দুদু বলেন, চীন আমাদের বন্ধুরাষ্ট্র, রাশিয়া আমাদের বন্ধু, তাহলে তারা কেন আমাদের ও রোহিঙ্গাদের বিপক্ষে গেল? কেন প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে একটা প্রস্তাবও পাস করাতে পারলেন না। তিনি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে যদি দাঁড়াতে হয়, মানবতার পক্ষে যদি দাঁড়াতে হয় তাহলে এই সরকারকে সরাতে হবে। এর কোন বিকল্প নেই। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মওলানা মোঃ ইছাহাকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সাংবাদিক মাহবুব উল্লাহ, আয়োজক সংগঠনের মহাসচিব আহমেদ আব্দুল কাদের প্রমুখ।
×