ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেপাল গেল বাংলাদেশ কুস্তি দল

প্রকাশিত: ০৫:২০, ৬ অক্টোবর ২০১৭

নেপাল গেল বাংলাদেশ কুস্তি দল

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের কাঠমান্ডুতে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে জুরখান কুস্তি পালোয়ানী চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। সাফ রিজিওনাল এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার বিমানযোগে নেপালে পৌঁছেছে বাংলাদেশ কুস্তি দল। ৯ সদস্যের বাংলাদেশ দলে রয়েছে ৮ কুস্তিগীর ও এক কোচ। দলের কুস্তিগীররা হলেন : মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, আল রাজিব, রঞ্জু আহমেদ, সোহেল, মগনু মারমা, দিপু চন্দ্র ও শরৎচন্দ্র। কোচ হাজী আশরাফ আলী। বাংলাদেশ দল থেকে মিজানুর মাইনাস ৯০ কেজি ও রাজিব মাইনাস ৭০ কেজি ওজন শ্রেণীতে অংশ নেবেন। আর মগনু মারমা অংশ নিবেন হেভি মিল ইভেন্টে। এছাড়া দলের বাকি ৫ কুস্তিগীর অংশ নেবেন দলগত (ডিসপ্লে) ইভেন্টে। প্রথম জুরখান কুস্তি পালোয়ানী চ্যাম্পিয়নশিপে (সাফ রিজিওনাল) বাংলাদেশসহ স্বাগতিক নেপাল, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আয়োজকরা অংশগ্রহণ করা দেশগুলোর জন্য প্রতিযোগিতা শুরুর আগে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বিশেষ প্রশিক্ষণ গ্রহণ এবং পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার লক্ষ্যে বাংলাদেশ দল কয়েকদিন আগে নেপালের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ। হুমায়ুনের মৃত্যুতে বাফুফের শোক স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিস সুপার এ কে এম হুমায়ুন কবির মজুমদার (৫৬) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাফুফেতে দীর্ঘ ৩৫ বছর ধরে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার জানাজা শেষে তাকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ কে এম হুমায়ুন কবির মজুমদারের মৃত্যুতে বাফুফে আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
×