ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উচ্চশিক্ষা গবেষণায় চবি ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের চুক্তি

প্রকাশিত: ০৪:৪৯, ৫ অক্টোবর ২০১৭

উচ্চশিক্ষা গবেষণায় চবি ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের চুক্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উচ্চশিক্ষা ও গবেষণা, দক্ষতার উন্নয়ন ও বিনিময়, শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা বিনিময় বিষয়ে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি (আইআইইউএম) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মালয়েশিয়া সফরকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চবি উপাচার্য এবং আইআইইউএমের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ড. আহাদ ওসমান গণি নিজ নিজ পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামস এ্যান্ড স্টুডেন্ট ম্যানেজমেন্ট পরিচালক ড. বাদরি নজিব জুবির এবং সিইউএএএম প্রেসিডেন্ট ড. এস এম আবদুল কুদ্দুস। বুধবার চবি জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী মালয়েশিয়ায় আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন।
×