ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাই সুগম যাতায়াত;###;বজলুল গণি

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ পর্যটন অবহেলিত কেন

প্রকাশিত: ০৪:৩২, ৫ অক্টোবর ২০১৭

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ পর্যটন অবহেলিত কেন

সাগর-কন্য পটুয়াখালী জেলার কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য্যরে এক অপরূপ লীলাভুমি। এখান থেকে সুর্যদয় সুর্যাস্তের বিরল দৃশ্য দেখার আনন্দ ভ্রমণকারীদের চিত্ত বিনোদন করে। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকতে ভ্রমণকারীরা সমুূদ্রে স্থান করে দেহমন শীতল করে আর সেই সঙ্গে প্রভূত আনন্দ উপভোগ করে। সিলেট জেলার চা বাগানগুলো দেখে মনে জাগে সীমাহীন আনন্দ। ময়মনসিংহ, কিশোরগঞ্জ আর সুনামগঞ্জের বিস্তৃর্ণ হাওড়-বাঁওড়গুলো পর্যাটকদের মনভুলায়। পার্বত্য জেলার খাগড়াছড়ির কালা পাহাড় ভ্রমণকারীদের অপার আনন্দ দিয়ে থাকে। এতদসত্ত্বে¡ও আমাদের পর্যাটন শিল্প বড়ই অবহেলিত। বিশ্বের অপরাপর উন্নত ও অনুন্নত দেশসমূহ পর্যটন শিল্প থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে। তাদের তুলনায় আমাদের দেশ তেমন বৈদেশিক মুদ্রা অর্জন করতে অক্ষম এর কারণ কি? কারণসমূহ চিহ্নিত করলে প্রথমে দেখা যাবে পর্যটকদের যাতায়াতের জন্য দ্রুত ও নিরাপদ ব্যবস্থার একান্ত অভাব রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যম-িত পৃথিবীর অন্য দেশে দ্রুত ও নিরাপদে যাতায়াতের জন্য আধুনিক অনেক উন্নত ব্যবস্থা রয়েছে, যেমন ‘রোপ ওয়ে’ হেলিকপ্টার সার্ভিস, পাতাল রেল ইত্যাদি। পর্যটকগণ এক সৌন্দর্যম-িত স্থান থেকে অপর স্থানে এসব অত্যাধুনিক বাহনের মাধ্যমে যাতায়াত করে থাকে। দেখা গেছে অনেক স্থানে এসব অত্যাধুনিক যানবাহনগুলো সরকারী নিয়ন্ত্রণে নয়। বরং ব্যক্তি মালিকানাধীনে পরিচালিত হচ্ছে। দ্বিতীয়ত ওই সব দেশে ভ্রমণকারীদের জন্য রয়েছে উন্নতমানের হোটেল-মোটেল ও অন্য আবাসন ব্যবস্থা। সমুূদ্রপক্ষে বিচরণের জন্য রয়েছে বিলাসবহুল প্রমোদ তৈরি। আমাদের দেশে সৌন্দর্যম-িত এক স্থান থেকে অপর স্থানে যাওয়ার জন্য সেসব ব্যবস্থার একান্ত অভাব রয়েছে। রাজধানী ঢাকা থেকে সাগর কন্যা পটুয়াখালীর কুয়াকাটা যেতে যে রাস্তা আছে সেটাও যে খুব উন্নতমানের তা নয়। আবার নদী পথে যেতে অনেক সময়ের প্রয়োজন হয়, একারণে বিদেশী পর্যটকদের আমরা আকৃষ্ট করতে পারছি না। উন্নতমানের হোটেল মোটেল এর অভাবে বিদেশী পর্যটকদের আকৃষ্ট করা যাচ্ছে না। তা ছাড়াও রয়েছে ঝড় তুফানসহ প্রাকৃতিক বিপর্যয়ের আঘাত। যে কারণে সেন্ট মার্টিনের মতো সৌন্দর্য ম-িত দ্বীপে পর্যাটকগণ নিরাপদে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এসব কারণেও আমরা বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে অপারগ। আমেরিকা, ইন্দোনেশিয়া, চীন, জাপান, সুইজারল্যান্ড, ইতালী ও রাশিয়াসহ বিশ্বের অন্য দেশসমূহ তাদের উন্নত যাতায়াত ও নিñিদ্র নিরাপদ ব্যবস্থার জন্য অতি সহজেই বিপুল সংখ্যক বিদেশী পর্যটককে আকৃষ্ট করে যা আমরা করতে পারি না। আর এই জন্যই আমাদের পর্যটন শিল্প এত অনুন্নত আর এসব কারণেই আমরা এই খাতে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনে অক্ষম। আমাদের দেশের প্রাকৃতি সৌন্দর্য ম-িত বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে হলে পৃথিবীর দীর্ঘতম সমুূদ্র সৌকত কক্সবাজার থেকে সৌন্দর্য্য ম-িত কুয়াকাটা ও অন্য দর্শনীয় স্থানে যাতায়াতের সুগম ব্যবস্থা থাকা দরকার। এছাড়া হেলিকপ্টারসহ দ্রুত যাতায়াতের জন্য আধুনিক যানবাহনের ব্যবস্থা করতে হবে, তার সঙ্গে ওই সব বিদেশী পর্যটকের জন্য উন্নতমানের থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাফরাবাদ, ঢাকা থেকে
×