ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাদ পড়লেন ডেভিড ভিয়া

প্রকাশিত: ০৫:৫১, ৪ অক্টোবর ২০১৭

বাদ পড়লেন ডেভিড ভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে আলবেনিয়া ও ইসরাইলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্পেন। তবে ২৫ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড ডেভিড ভিয়া। দলে নতুন করে ডাক পেয়েছেন নেপোলি ও ভ্যালেন্সিয়ার দুই ইন-ফর্ম ফরোয়ার্ড জোশে ক্যালিয়ন ও রদ্রিগো মোরেনো। স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুই ভিয়ার ব্যাপারে জানান, ৩৫ বছর বয়সী ভিয়ার ইনজুরি কাটিয়ে দলে ফিরতে আরও কিছুটা সময় লাগবে। এছাড়া তার ম্যাচ ফিটনেসেরও সমস্যা রয়েছে। জাতীয় দলের জার্সি গায়ে শততম ম্যাচ থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে রয়েছেন ভিয়া। ভিয়ার পরিবর্তে লোপেতেগুই ক্যালিয়নকে দলে ডেকেছেন। চলতি মৌসুমে নেপোলির হয়ে ক্যালিয়ন এ পর্যন্ত চারটি গোল করেছেন। এছাড়া ভ্যালেন্সিয়ার হয়ে রদ্রিগো করেছেন তিন গোল। এই দু’জন জাতীয় দলের হয়ে খেলেছেন যথাক্রমে তিনটি ও একটি ম্যাচ। লোপেতেগুই বলেন, তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন। আশা করছি দলের হয়ে তারা সহযোগিতা করতে পারবেন। এছাড়া দলে আরও ফিরেছেন রিয়াল সোসিয়েদাদের ডিফেন্সিভ মিডফিল্ডার আসিয়ার ইলারমেনডি। বার্সিলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকে রক্ষণভাগের মূল দায়িত্বেই রয়েছেন। এ সম্পর্কে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি খেলোয়াড়দের তাদের আচরণ, মাঠে নিজের আবেদন ও মনোভাব দিয়ে বিচার করে থাকি। জেরার্ডের বিষয় আসলে এ ব্যপারে আমার কোন সন্দেহ নেই। সে সবসময়ই স্পেনের জন্য নিজের সবটুকু দিয়ে খেলার চেষ্টা করে।’ আগামী বছরের রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে হলে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের আর মাত্র একটি ম্যাচ জিতলেই হবে। দ্বিতীয় স্থানে থাকা ইতালির তুলনায় তিন পয়েন্ট এগিয়ে এই মুহূর্তে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। আগামী ৬ অক্টোবর আলবেনিয়ার বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে স্পেন। তিনদিন পরে ইসরাইলের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে স্প্যানিশরা। এদিকে ছয় বছর পরে হল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন উইঙ্গার রায়ান বাবেল। বেলারুশ ও সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শুক্রবার ২৪ সদস্যের দল ঘোষণা করে ডাচ কোচ ডিক এ্যাডভোকাট। ৩০ বছর বয়সী বাবেল ২০১১ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন। এখন পর্যন্ত ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বাবেল মঙ্গলবার চ্যাম্পিয়ন লীগে তুরস্কের ক্লাব বেসিকটাসের হয়ে গোল করেছেন। ম্যাচটিতে লিপজিগের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে বেসিকটাস। দীর্ঘদিন পরে বাবেল ডাক পেলেও দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ওয়েসলি ¯েœইডারকে বিবেচনা করেননি এ্যাডভোকাট। আগামী ৭ অক্টোবর বেলারুশের বিপক্ষে খেলতে বরিসভ সফরে যাবে হল্যান্ড। তিনদিন পর সুইডেনকে ঘরের মাঠে আতিথ্য দিবে। ইতোমধ্যেই ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন কুইঞ্চি প্রোমেস, রবিন ভ্যান পার্সি ও ব্রুনো মার্টিন্স। ৩৩ বছর বয়সী ¯েœইডার দেশের হয়ে রেকর্ড ১৩২ ম্যাচ খেলেছেন। কিন্তু লীগ ওয়ানের দল নিসে যোগ দিলেও আগস্ট থেকে এ পর্যন্ত কোন ম্যাচে অংশ নেননি। ১৯৮৬ সালের পরে এই প্রথম বড় কোন টুর্নামেন্টে অংশ নিতে না পারার শঙ্কায় রয়েছে ডাচরা। অবশ্য ২০১৬ সালের ইউরোতে খেলা হয়নি তাদের। বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স ও ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের পর গ্রুপ ‘এ’তে তৃতীয় স্থানে রয়েছে হল্যান্ড। তাদের সংগ্রহে রয়েছে ১৩ পয়েন্ট। শীর্ষ দুইয়ে থাকতে হলে গ্রুপের শেষ দুটি ম্যাচে অবশ্যই জয়ী হতে হবে। তবে যদি সুইডেনের সঙ্গে সমান পয়েন্টে বাছাইপর্ব শেষ করে তবে গোল ব্যবধানে হল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে সুইডিশরা। তবে বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত দলে চমকে দিয়েছেন জার্মানির কোচ জোয়াকিম লো। কেননা এবার দলের সেরা দুই তারকা মেসুত ওজিল এবং স্যামি খেদিরাকে রাখেননি তিনি। তবে ফিরেছেন বেয়ার্ন মিউনিখের রক্ষণসৈনিক জেরোমি বোয়াটেং।
×