ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

প্রকাশিত: ০৪:৪৫, ৩ অক্টোবর ২০১৭

জাতীয় ক্রিকেট লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে চার ম্যাচই ড্র হয়েছে। বৃষ্টির কারণে এই রাউন্ডে সিলেট-চট্টগ্রামের ম্যাচে কোন বলই হয়নি, আর রংপুর-বরিশাল ম্যাচে তৃতীয় দিন মাত্র ১৬.২ ওভার খেলা হয়। তারা সোহরাওয়ার্দী শুভর অপরাজিত ৩৪ রানে ১ উইকেটে ৬১ রান করেছিল। বাকি দুই ম্যাচের মধ্যে প্রথম স্তরে খুলনার বিপক্ষে ঢাকা বিভাগ চালকের আসনে থেকেও জিততে পারেনি। ঢাকার পক্ষে নাদিফ চৌধুরীর পর সেঞ্চুরি হাঁকান মোশাররফ রুবেল। খুলনার পক্ষে জিয়াউর রহমান সেঞ্চুরি করলেও বাকিদের ব্যর্থতায় ফলোঅনে পড়েছিল। শেষ পর্যন্ত বেঁচে যায় তারা, ম্যাচ হয় ড্র। আর দ্বিতীয় স্তরে মার্শাল আইয়ুবের শতকে ঢাকা মেট্রোপলিস ৯ উইকেটে ৩২৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করলেও ম্যাচটি ড্র হয়। চট্টগ্রাম আবাহনীর শীর্ষস্থান অক্ষুণ্ন স্পোর্টস রিপোর্টার ॥ দু’দলই ম্যাচের শুরুতে খেলেছে ৪-৩-৩ ফর্মেশনে। দু’দলই খেলেছে গতিশীল ও আক্রমণাত্মক ফুটবল। কিন্তু দিন শেষে জয়ী দলের নাম চট্টগ্রাম আবাহনী লিমিটেড। বন্দরনগরীর দলটি গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় (বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল) তিনবারের লীগ শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাবকে হারায় ১-০ গোলে। ম্যাচের ৪৭ মিনিটে দর্শনীয় জয়সূচক গোলটি করেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম। চলমান লীগে এটাই প্রথম গোল মামুনুলের। চলতি লীগে প্রথম হারের মুখ দেখল শেখ জামাল। সেই সঙ্গে ভেস্তে গেল তাদের প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার স্বপ্নটাও। নিজেদের নবম ম্যাচে এটা চট্টগ্রাম আবাহনীর নবম ম্যাচে অষ্টম জয়।
×