ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিবির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৪৪, ৩ অক্টোবর ২০১৭

বিসিবির সাধারণ সভা অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার ॥ বার্ষিক সাধারণ সভা প্রতিবছরে আয়োজনের কথা থাকলেও প্রায় ৪ বছর পর সোমবার অনুষ্ঠিত হলো বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনেক আগেই এই এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ করলেও সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন চৌধুরীর বর্তমান পরিচালনা পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়েই রাজধানী ঢাকার একটি হোটেলে তা অনুষ্ঠিত হলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা মোতাবেক গঠনতন্ত্রে বেশকিছু সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দাবি করেন এই সংশোধনী না করতে পারলে আইসিসি থেকে বাংলাদেশকে বহিষ্কার করা হতো বলে দাবি করেছেন তিনি। নানা আইনী জটিলতা সত্ত্বেও বিসিবির বর্তমান কমিটির দৃঢ় প্রতিজ্ঞ ছিল, নির্ধারিত সময়ের মধ্যে এজিএম আয়োজনের। কোন বাধা-বিপত্তি ছাড়াই অবশেষে এজিএম অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল বিসিবির সপ্তম এজিএম। প্রতিবছর হওয়ার কথা থাকলেও প্রায় চার বছর পর অনুষ্ঠিত হলো এবারের এজিএম। তবে এজিএমকে ছাপিয়েও আলোচনায় ছিল গঠনতন্ত্রের সংশোধনী। সেই আলোচিত সংশোধনীটি আজ সব কাউন্সিলরের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমু হাসান পাপন। সোমবার এজিএম এবং ইজিএম শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি। শুধু ২০১৩ সালে করা গঠনতন্ত্রেরই সংশোধনী নয়, ২০০৮ সাল থেকে বিভিন্ন সময়ে যে সব সংশোধনী আনা হয়েছে- সব সংশোধনী অনুমোদন নেয়া হয়েছে বলেও জানান তিনি। পাপন বলেন, ‘২০০৮-এর পরে যে গঠনতন্ত্রটা পরিবর্তন করা হয়েছিল, সেটি যেহেতু এনএসসি থেকে অনুমোদন হয়নি, সেজন্য আমাদের এখানে একটা ব্যবধান তৈরি হয়েছিল। সেজন্য ওই গঠনতন্ত্রের ওপর আমরা নির্বাচনটা করতে পারিনি। এছাড়া আইসিসির গাইডলাইন যেহেতু ওটার মধ্যেও ছিল না আর ২০০৮ এর মধ্যেরটায়ও ছিল না, সেজন্য কিছু জিনিস আমাদের এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়েছে। আমরা যেটা করেছি সেটা হলো, ২০০৮-এর থেকে এই পর্যন্ত যা যা আছে, যত এজিএম-ইজিএম আছে, যত সংশোধনী হয়েছে, সবগুলোকে এখানটায় অন্তর্ভুক্ত করে সবকিছুরই অনুমোদন নিয়ে রেখেছি। সর্বশেষ যেটা করেছি, ২০১৩ সালে পরিবর্তনগুলো ছিল ওটাই করেছি। তেমন কোন পরিবর্তন আমরা আনিনি। আমরা আইনী পরামর্শ অনুসারে যা যা করার কথা ছিল, সবই করেছি।’
×