ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রবীণ শ্রমিক নেতা জসিম উদ্দিন মণ্ডল আর নেই

প্রকাশিত: ০৪:২৩, ৩ অক্টোবর ২০১৭

প্রবীণ শ্রমিক নেতা জসিম উদ্দিন মণ্ডল আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ বর্ষীয়ান বাম রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ও শ্রমিক নেতা জসিম উদ্দিন ম-ল (৯৫) সোমবার সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তাকে ঢাকার হেলথ এ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক বার্তায় প্রধানমন্ত্রী ব্রিটিশবিরোধী ও পাকিস্তান শাসন আমলে আইয়ুববিরোধী আন্দোলনে জসিম মন্ডলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জসিম মন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ৫ মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী ও ছেলে ইতোপূর্বে মারা গেছেন। জসিম উদ্দিন ম-লের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আজ ৩ অক্টোবর সারাদেশে শোক দিবস পালন করবে। সারাদেশের সিপিবি অফিসগুলোতে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। ইতোমধ্যে পার্টি অফিসে শোকবই খোলা হয়েছে। খবর বাসস’র। মরহুমের জামাতা মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ফজলুর রহমান ফান্টু ও পাবনা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনীতিক, সাংস্কৃৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ ঈশ^রদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার তার দাফন করা হবে। পাকিস্তান আমলে জসিম উদ্দিন ম-ল উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন শ্রমিক এলাকায় সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে জড়িয়ে পড়েন। অনেকবার তিনি কারাবরণ করেছেন। তিনি সারাজীবন খেটে-খাওয়া মানুষের জন্য রাজপথে লড়াই করেছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে প্রায় ২৩ বছর জেল খেটেছেন।
×