ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস লাইনচ্যুত ১৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৪:২২, ৩ অক্টোবর ২০১৭

কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস লাইনচ্যুত ১৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ॥ তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২ অক্টোবর ॥ রাজবাড়ী দৌলতদিয়াঘাট থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস কুষ্টিয়ায় ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে ঢাকা, পার্বতীপুর ও রাজশাহীর রেল যোগাযোগ ১৫ ঘণ্টা বন্ধ ছিল। অবশেষে উদ্ধার কাজ সম্পন্নের পর সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আপ-ডাউন লাইনে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রবিবার মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ৭টা ১৫ মিনিটের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনের প্রবেশমুখে রেলক্রসিংয়ে হঠাৎ ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে আপলাইন থেকে ট্রেনটি ছিটকে ডাউন লাইনে পড়ে উভয় লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ট্রেনের গতি এ সময় স্লো থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে সহস্রাধিক যাত্রীর প্রাণরক্ষা পায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ জানতে ইতোমধ্যেই ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এদিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রাত ১২টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। রাত দেড়টার দিকে ডাউন লাইন থেকে ট্রেনটি সরিয়ে নেয়া হলে ওই লাইনে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়। দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু হয় সোমবার সকাল থেকে। ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার শামসুল আলম জানান, দৌলতদিয়াঘাট থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ৭৫৫নং ট্রেনটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভেড়ামারা স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও সেটি ১ ঘণ্টা বিলম্বে ৭টা ১৫ মিনিটের দিকে ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ রেলগেট পার হয়ে আকস্মিকভাবে দুর্ঘটনাকবলিত হয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং খুলনার সঙ্গে ঢাকা, পার্বতীপুর ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মধুমতি এক্সপ্রেস ট্রেনের চালক বিপ্লব কুমার সরকার জানান, সিগন্যাল ক্লিয়ার পেয়ে আমি ক্রসিংয়ে ট্রেন নিয়ে প্রবেশ করি। কিন্তু ক্রটিপূর্ণ রেললাইনের কারণে ইঞ্জিনের পেছনে থাকা বগি রেললাইনে বাধাপ্রাপ্ত হয়ে বিকট শব্দে লাইনচ্যুত হয়।
×