ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:১৮, ৩ অক্টোবর ২০১৭

নৌকাবাইচ প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ অক্টোবর ॥ সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে সোমবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকাসহ বাইরের জেলা থেকেও ১০টি নৌকা অংশ নেয়। স্থানীয় যুবকদের উদ্যোগে ও ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডুর সহযোগিতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খোলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল উলফাত এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেষে প্রথম ও দ্বিতীয় বিজয়ীকে একটি করে ফ্রিজ এবং তৃতীয় বিজয়ীকে ২১ ইঞ্চি কালার টিভি দেয়া হয়। ভুয়া চিকিৎসক কারাগারে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সোমবার ভুয়া চিকিৎসককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটক ওই ভুয়া চিকিৎসকের নাম আবদুল করিম ওরফে জাহাঙ্গীর আলম। সে নাটোর সদর উপজেলার দণিপুর এলাকার বাহাজ উদ্দিন প্রামাণিকের ছেলে। রবিবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না চকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সম্প্রতি রাজশাহীর পুঠিয়ার ‘আল-মাহাদি ইসলামী হাসপাতাল’ নামে একটি বেসরকারী হাসপাতালে অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটারেই গৃহবধূর মৃত্যু হয়। মারা যায় গর্ভের সন্তানটিও। ওই দিন কৌশলে পালিয়ে গিয়েছিলেন ভুয়া চিকিৎসক জাহাঙ্গীর আলম।
×