ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিরল দুই বেগুনী কালিম পাখি উদ্ধার

প্রকাশিত: ০৪:১৬, ৩ অক্টোবর ২০১৭

বগুড়ায় বিরল দুই বেগুনী কালিম পাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ অস্তিত্ব নিয়ে সঙ্কটাপন্ন বেগুনী কালিম পাখি উদ্ধার হয়েছে বগুড়ায়। ভাসমান বেদে সম্প্রদায় হাওড় এলাকা থেকে দুইটি কালিম পাখি ধরে এনে বিক্রির চেষ্টা করছিল। বগুড়া সরকারী আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ ঘটনা জানতে পেরে পাখি দু’টিকে উদ্ধার করে জাতীয় উদ্যানে পাঠিয়ে দিয়েছে। এই পাখি কালিম ও কালেম দুই নামেই পরিচিত। হাওড়াঞ্চলেই এই পাখি বেশি থাকে। পাখির ইংরেজী নাম পার্পেল সওনফেন। টিম ফর এনার্জি এ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্সের (তীর) সাধারণ সম্পাদক আরাফাত রহমান জানান, দিনা কয়েক আগে তারা খবর পায় শিবগঞ্জে বেদে সম্প্রদায়ের কয়েক সদস্য অস্থায়ী বসতি গড়েছে। তারা এসেছে হাওড় এলাকা থেকে। লোকজন তাদের কাছে নতুন এক ধরনের পাখি দেখেছে, যা এই অঞ্চলে আগে কখনও দেখা যায়নি। এই পাখি বেদে সদস্যরা অনেক দামে বিক্রির জন্য দরদাম করছে। এই খবর পেয়ে শিক্ষার্থীরা বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে। বন বিভাগ পাখি দুটি উদ্ধারে সহযোগিতা দেয়। রবিবার সকালে সামজিক বন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তীরের সদস্যরা শিবগঞ্জের বুড়িগঞ্জে গিয়ে বেদের বস্তি খুঁজে বের করে। তারপর বেদেদের কাছ থেকে বেগুনী রঙের কালিম পাখি দু’টিকে উদ্ধার করে। পাখি দুইটিকে অবমুক্তির জন্য ঢাকার জাতীয় উদ্যানের পরিচালক মোল্লা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তীরের সদস্যরা সোমবার বিকেলে পাখি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ইস্টার্ন ভার্সিটিতে নবীনবরণ ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) এর ‘ফল ২০১৭’ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ ২ অক্টোবর অনুষ্ঠিত হয়। স্নাতক প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঁইয়া এবং স্নাতকোত্তর প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইইউর বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, সদস্য আলী আজম। -বিজ্ঞপ্তি।
×