ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক সঙ্কটে বরগুনা শহরের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত

প্রকাশিত: ০৪:৩০, ৩০ সেপ্টেম্বর ২০১৭

শিক্ষক সঙ্কটে বরগুনা শহরের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ স্কুল ভবন আছে। আছে ক্লাসরুমও। তারপরও নিয়মিত হয় না পাঠদান। শিক্ষক সঙ্কটে চরমভাবে ভেঙ্গে পড়েছে বরগুনা জেলা শহরের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরাও আনতে পারছে না ভাল ফল। সমস্যা সমাধানে অভিভাবকসহ সংশ্লিষ্টরা আন্দোলনে নামলেও আশ্বাসের দোলাচলে প্রশাসন। বরগুনা জিলা স্কুল ও সরকারী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দুটি শিফটে ৫২ করে শিক্ষক থাকার কথা থাকলেও, জিলা স্কুলে আছেন ২৫ আর বালিকা বিদ্যালয়ে ১৯ জন। ইংরেজী, বিজ্ঞানসহ বিষয়ভিত্তিক অনেক শিক্ষক নেই বিদ্যালয় দুটিতে। ফলে, একজন শিক্ষককে বিভিন্ন বিষয়ে পাঠদান করাতে হচ্ছে। শিক্ষক না থাকায় অনেক সময় শিক্ষার্থীদের ক্লাসে অলস সময় কাটাতে হয়। ফলে, পিছিয়ে পড়ছে বিদ্যালয় দুটি। সিনিয়র শিক্ষকরাও স্বীকার করলেন, বাড়তি ক্লাস আর অতিরিক্ত চাপের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয় দুটিতে শিক্ষক সঙ্কট নিরসন করে শিক্ষার মান ফিরিয়ে আনতে সম্প্রতি স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ করে, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। সমস্যা সমাধান না হলে অনশনে যাওয়ারও হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।
×