ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৪:১৫, ২৯ সেপ্টেম্বর ২০১৭

বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৮ সেপ্টেম্বর ॥ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নয়ানীবাজারের পোদ্দার ভবনের চতুর্থতলায় ক্রিয়াযোগ উপাসনালয়ে ওই ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ উপলক্ষে উপাসনালয়ের সেবক ব্রহ্মচারী সান্তানন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ শেরপুর সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণগোপাল সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। মাকে ভালবাসার শপথ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে দুর্গোৎসবে মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী পূজা। এ পূজায় প্রতিমার সামনে ১০১ গর্ভধারিণী মাকে পা ধুইয়ে গলায় মালা পরিয়ে দিলেন তাদের সন্তানেরা। বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া দুর্গাপূজা মাঠে এই পূজার আয়োজন করা হয়। শুরুতে প্রতিমার সামনে ১শ’ ১ মাকে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে সামনে পাটিতে বসানো হয় তাদের সন্তানদের। পর্যায়ক্রমে সন্তানেরা সুগন্ধি ও মোমবাতি জ্বালিয়ে একযোগে মা’দের পা ধুইয়ে দেন, গলায় মালা পরান, প্রণাম করেন, ক্ষমা চান, আশীর্বাদ প্রার্থনা করেন এবং মায়ের পা ছুঁয়ে মাকে ভালবাসার শপথ নেন। এ সময় ওই মায়েরা তাদের সন্তানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
×