ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাটোরে ভাড়ার টাকা না পেয়ে চাচাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:১২, ২৯ সেপ্টেম্বর ২০১৭

নাটোরে ভাড়ার টাকা না পেয়ে চাচাকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ সেপ্টেম্বর ॥ সদর উপজেলায় ভ্যান ভাড়ার টাকা না পেয়ে নীলকান্ত পাহান (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সদর উপজেলার তেলকুপি পাচানিপাড়া গ্রামে মারপিটের ঘটনা ঘটলেও ওই দিনই রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নীলকান্ত মারা যান। নিহত নীলকান্ত এলাকার মৃত শ্রাবন পাহানের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভ্যান ভাড়ার টাকা চাওয়া নিয়ে সদর উপজেলার তেলকুপি পাচানিপাড়ার লালচান পাহানের ছেলে নির্মল পাহানের সঙ্গে তারই চাচা মৃত শ্রাবন পাহানের ছেলে নীলকান্ত পাহানের বাগবিত-া হয়। এক পর্যায়ে নির্মল লাঠি দিয়ে নীলকান্তকে আঘাত করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুধবার রাত সাড়ে ১২টার দিকে নীলকান্ত মারা যান। রংপুরে অটোরিক্সা চালক নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, কাউনিয়ায় চালককে খুন করে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সারাই ইউনিয়নের কাচু মদামুদন সাইনবোর্ড এলাকায় বুধবার রাত ১১টার দিকে। জানা গেছে, কাচু আলুটারী নাছনিয়ার বস্তি গ্রামের মমিনুল ইসলামের (২৬) অটোরিক্সায় রংপুর সাতমাথা এলাকা থেকে যাত্রীবেশে ২ দুর্বৃত্ত মদামুদন সাইনবোর্ড এলাকায় যাওয়ার জন্য ভাড়া নেয়। রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা আটোচালককে থামিয়ে রাস্তা থেকে একটু দূরে নিয়ে গিয়ে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে এবং ডান হাতের কুনুই কেটে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। মমিনুলের চিৎকার শুনে এলাকার লোকজন একত্রিত হয়ে ঘটনার প্রায় আধা ঘণ্টা পরে এসে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কাউনিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ মমিনুলের লাশ উদ্ধার করে রংপুর মর্গে প্রেরণ করে। চাঁপাইনবাবগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, সদর উপজেলার বালিয়াডাঙ্গা থেকে বৃহস্পতিবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক বালিয়াডাঙ্গা গ্রামের গোলাম কাবিরের ছেলে মাসুম (১৯)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা জানান, বালিয়াডাঙ্গা গ্রামের একটি আম গাছে মাসুমের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাসুমের লাশ উদ্ধার করে।
×