ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ গড়তে কাজ করছে সরকার ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:১১, ২৯ সেপ্টেম্বর ২০১৭

শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ গড়তে কাজ করছে সরকার ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে সরকার। ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ১৭তম ব্যাচ এবং মাদারীপুর শাখার ৬ষ্ঠ ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন। এনএমআই মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম। এছাড়া উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং জাহাজ মালিক ও এজেন্টদের প্রতিনিধিরা। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল সেক্টরে একযোগে কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটছে। ৭১ রিক্সা বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে বিনামূল্যে ৭১টি নতুন রিক্সা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের কালেক্টরেট মাঠে আনুষ্ঠানিকভাবে এই রিক্সা দরিদ্র রিক্সাচালকদের তুলে দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ও মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব। এছাড়া সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজংয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া এবং দরিদ্রদের মাঝে দান অর্থও নানা সামগ্রী বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জ পৌর মেয়র জনাব বিপ্লব ব্যক্তিগত অর্থায়নে ২১টি এবং পৌরসভার অর্থায়নে ৫০টি মোট এই ৭১টি রিক্সা তুলে দেন। বাইক চালককে ফুল দিলেন ওসি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর ॥ জেলার ১৬ থানায় একযোগে অবৈধ মোটরসাইকেল আটক অভিযান শুরু হয়েছে। কিন্তু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ পিপিএম। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, হেলমেটসহ যাদের বৈধ কাগজপত্র নেই তাদের দেয়া হচ্ছে মোটরযান নিয়ন্ত্রণ আইনের মামলা। অপরদিকে যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে তাদের ফুল দিয়ে জানানো হচ্ছে শুভেচ্ছা। বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া সদরের পোস্ট অফিস মোড় এলাকায় পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ চোখে পড়ে। গত দুই দিনে পৌর সদর ও উপজেলার বিভিন্ন স্পট থেকে পটিয়া থানা পুলিশ ১৬৪টি মোটরসাইকেল জব্দ করে।
×