ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ম্যানসিটির জয়, লিভারপুলের হোঁচট

প্রকাশিত: ০৫:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ম্যানসিটির জয়, লিভারপুলের হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাব সিটি ২-০ গোলে হারিয়েছে ইউক্রেনে শাখতার ডোনেস্ককে। গ্রুপের আরেক ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে নেপোলি। ইতালিয়ান ক্লাব নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছে ডাচ ক্লাব ফেয়েনর্ডের বিরুদ্ধে। ম্যানসিটি, নেপোলি জিতলেও হোঁচট খেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। এ্যাওয়ে ম্যাচে রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্য রেডসরা। গ্রুপের আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। বেন ইয়াডেরের হ্যাটট্রিকে সেভিয়া ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্লোভেনিয়ার ক্লাব ম্যারিবোরকে। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সেভিয়া। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ডোনেস্কের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি স্বাগতিক সিটি। বিরতির পরপরই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। ৪৮ মিনিটে ডেভিড সিলভার সঙ্গে বল দেয়া-নেয়া করে দারুণ ফিনিশিংয়ে সিটিকে এগিয়ে নেন বেলজিয়ান মিডফিল্ডার। ৭২ মিনিটে ম্যানচেস্টার সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুককে (১৭৭) স্পর্শ করার সুযোগ হাতছাড়া করেন সার্জিও এ্যাগুয়েরো। এই আর্জেন্টাইন তারকার নেয়া পেনাল্টি কিক রুখে দেন শাখতার গোলরক্ষক এ্যান্ড্রি পায়াতোভ। তবে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা রাহিম স্টারলিংয়ের শেষ মুহূর্তের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। ৯০ মিনিটের সতীর্থের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন স্টারলিং। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের প্রথম ম্যাচে ফেয়েনর্ডকে পরাজিত করা ম্যানচেস্টার সিটি সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা সপ্তম ম্যাচে জয় পেল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লীগের হোম ম্যাচে এই নিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত রইল সিটিজেনরা। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন সিটি কোচ পেপ গার্ডিওলা। তিনি বলেন, ছেলেরা প্রত্যাশিত খেলেছে। আশা করছি আমরা পরের রাউন্ডে যেতে পারব। এ্যাগুয়েরোর পেনাল্টি মিস প্রসঙ্গে সাবেক বার্সিলোনা বস বলেন, এটা ম্যাচের অংশ। পেনাল্টি মিস হতেই পারে। কিন্তু ও ভাল খেলেছে।
×