ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার বিরুদ্ধে দলের ভেতরেও ষড়যন্ত্র চলছে

প্রকাশিত: ০৮:৩২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

শেখ হাসিনার বিরুদ্ধে দলের ভেতরেও ষড়যন্ত্র চলছে

বিশেষ প্রতিনিধি ॥ ‘ষড়যন্ত্র শুধু আন্তর্জাতিকভাবে হচ্ছে না, দলের ভেতরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। রাষ্ট্রের ক্রাইসিসে এই সব ষড়যন্ত্রকারীদের অবস্থা পরিষ্কার হয়ে যায়। ওয়ান-ইলেভেনের সময় আমরা তা দেখেছি।’ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জš§বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক গোলাপ আশরাফ তালুকদার ও হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘তবে যতই ষড়যন্ত্র হোক, আওয়ামী লীগের ত্যাগী রক্ত যাদের মধ্যে বহমান, তারা সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে রক্ষা করবে। এর প্রমাণ ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সারাদেশের ত্যাগী নেতারা ওয়ান-ইলেভেনের সময় দিয়েছে।’ চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল দলের সিদ্ধান্ত সবাইকে মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় নিজেদের মধ্যে মাঝে মাঝে মতানৈক্য হয়, বিভেদ হয়। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ মনে করে, দল থেকেই এমপি হবেন, মন্ত্রী হবেন, মেয়র হবেন; কিন্তু আওয়ামী লীগ কোন এমপির, মন্ত্রীর বা মেয়রের হবে না।’ দলের ঢাকা বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক নওফেল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ মেনে শেখ হাসিনার এবারের জš§দিনে কোন কেক না কেটে দিনটিতে মানবতার সেবা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় শাহে আলম জানান, শেখ হাসিনার জš§দিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
×