ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রকাশিত: ০৮:১৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে এসএসসি পাস এক যুবককে মঙ্গলবার বিকেলে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তের নাম আজহারুল ইসলাম (৩৫)। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা রেলওভার ব্রিজের পাশে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এক ব্যক্তি চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবের আলম ও পার্সিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ওই সেন্টারের চিকিৎসক আজহারুল ইসলাম মাসুদ নামের এক ব্যক্তিকে আটক করে।
×