ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসছেন আগামী সপ্তাহে ॥ কূটনীতিকদের ব্রিফিং আজ

প্রকাশিত: ০৭:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসছেন আগামী সপ্তাহে ॥ কূটনীতিকদের ব্রিফিং আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ঢাকায় অবস্থানরত নয় দেশের কূটনীতিকদের আজ বুধবার ব্রিফিং করবে সরকার। এছাড়া রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ কিয়াও থিন ঢাকায় আসছেন। এদিকে ঢাকা-টোকিওর মধ্যে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন জাপানের ভাইস মিনিস্টার সান্সকে তাকি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে বেশ কয়েকটি রেজ্যুলেশন হতে পারে। তবে এই বৈঠকের আগেই নিরাপত্তা পরিষদের ঢাকায় অবস্থানরত নয় দেশের কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফিং করতে চায় সরকার। সে কারণে ঢাকায় অবস্থান নিরাপত্তা পরিষদের দেশগুলোর সদস্যদের সামনে পরিস্থিতি তুলে ধরবে বাংলাদেশ। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের মধ্যে নয় দেশের সদস্য রয়েছে ঢাকায়। নিরপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য ছাড়াও সুইডেন, জাপান, ইতালি ও মিসরের কূটনীতিকদের ডেকেছে সরকার। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এসব দেশের কূটনীতিকদের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ বিষয়ে তাদের ব্রিফ করবে।
×