ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, একটি জয়ের জন্য মরিয়া অস্ট্রেলিয়া অধিনায়ক ;###;স্টিভেন স্মিথ

আরও নির্দয় হতে চান কোহলি

প্রকাশিত: ০৬:১২, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আরও নির্দয় হতে চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন জয়ের পথে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখে ভারত কেবল সিরিজই নিশ্চিত করেনি, সেই সঙ্গে টেস্টের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির দল। বাকি দুই ম্যাচ আনুষ্ঠানিকতার হলেও প্রতিপক্ষকে এতটুকু ছাড় দিতে নারাজ স্বাগতিকরা। টিম-ইন্ডিয়া ক্যাপ্টেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে মাঠের লড়াইয়ে আরও নির্দয় হবে তার দল। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখানো তরুণ পেস বোলিং-অলরাউন্ডার হারদিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ কোহলি। অন্যদিকে সফরে জয়ের দেখা পেতে মরিয়া অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। বেঙ্গালুরুতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে। ফিট হয়ে ওঠা সত্ত্বেও শেষ দুই ম্যাচে ভারতীয় দলে জায়গা হয়নি ওপেনার শিখর ধাওয়ানের। মূলত উইনিং কম্বিনেশন ধরে রেখেছে স্বাগতিকরা। ইন্দোরের তৃতীয় ওয়ানডেটা ছিল হারদিক পান্ডিয়ার দ্যুতিতে ভাস্বর। ওপেনার এ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯৩ রানের স্কোর গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ৪৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ভারত। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ওপরে উঠে আসা ‘নিউ সেনসেশন’ পান্ডিয়া ৫ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৭৮ রানের মনোমুগ্ধকর এক ইনিংস উপহার দেন। অধিনায়ক কোহলি তরুণ অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ, ‘হারদিক আসলে রিয়েল পারফর্মার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই ও দক্ষ। ওর মতো একজনকে আমাদের দরকার ছিল। একজন বিস্ফোরক অলরাউন্ডারের অভাব ছিল আমাদের। হারদিক সেটা পূরণ করে দিয়েছে। ও আমাদের সম্পদ। আশা করি সামনে এভাবেই দলকে জেতাতে পারবে।’ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন, হারদিক তবু হতাশ ম্যাচ শেষ করে না আসতে পারার কারণে। তিনি যখন প্যাট কামিন্সের বলে আউট হন, ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল আর ১০ রান। হারদিক বলেন, ‘ভাল লাগছে। তবে পরেরবার ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার চেষ্টা করব। ব্যাটিং-অর্ডারে ওপরের দিকে সুযোগ পেয়েছিলাম বলে অবাঁক হইনি। নিজের দক্ষতার ওপর আস্থা ছিল। দলের হয়ে সব সময় অবদান রাখার চেষ্টা করি। তবে আরও উন্নতি করতে হবে।’ এই জয়ের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান নিশ্চিত হয়ে গেছে ভারতের। মোড়লদের জায়গা ছেড়ে দিতে দুইয়ে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। ভারত এখন টেস্ট-ওয়ানডে দুই ভার্সনের ক্রিকেটেই নাম্বার ওয়ান টিম। কোহলি অবশ্য এখানেই থামতে চাচ্ছেন না, ‘আমাদের নির্মম হতে হবে। সব ম্যাচ জিততে হবে।’ অন্যদিকে অস্ট্রেলিয়া দলের অবস্থা ছন্নছাড়া। একটা জয়ের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় বিশ্বচ্যাম্পিয়নরা। অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘এটা খুবই সাধারণ পারফর্মেন্সের মতো হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্য বিষয়টি মোটেও ভাল নয়। তাই আমাদের ঘুরে দাঁড়িয়ে ফল পরিবর্তন করাটা জরুরী। এই অবস্থায় থেকে বেরিয়ে আসতে কিছু ম্যাচে জয় অবশ্যই দরকার।’ ম্যাচের শুরুতে ভাল অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ২০৩ রান করে ফেলেছিল সফরকারীরা। পরে রানের সেই ধারাটা আর ধরে রাখতে পারেনি। ৬ উইকেটে থামে ২৯৩ রানে। আর এই পরিস্থিতি নিয়েই যত ভাবনা স্মিথের, ‘আমরা নিজেদের ভাল অবস্থানে ঠিকই নিয়ে যাচ্ছি। কিন্তু সেই অবস্থার ফায়দা আর নিতে পারিনি। আজকেও এর ব্যতিক্রম হয়নি।’ এ বছরে খুবই বাজে ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। ১৭ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে জয় মাত্র ৩টিতে। জানুয়ারিতে সেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ জয়টাই ছিল সবশেষ সাফল্য। তাই আগামী ম্যাচগুলোতে এই হারের বৃত্ত ভাঙতে চান স্মিথ, ‘হারটা আসলে সব সময় নেয়া যায় না। তবে আমরা কখনও হাল ছাড়ি না, চেষ্টা থামিয়ে দেই না। সিরিজে শেষ দুই ম্যাচ জিততে দলের সবাইকে প্রেরণা দিতে হবে।’ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত, দুইয়ে দক্ষিণ আফ্রিকা, তিনে অস্ট্রেলিয়া, চারে ইংল্যান্ড, পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে পাকিস্তান, সাতে বাংলাদেশ ও আটে শ্রীলঙ্কা।
×