ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাড্ডায় অগ্নিদগ্ধ মায়ের পর এবার মারা গেল ছেলে জিসান

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বাড্ডায় অগ্নিদগ্ধ মায়ের পর এবার মারা গেল ছেলে জিসান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মধ্যবাড্ডায় অগ্নিদগ্ধ মায়ের পর এবার মারা গেল ছেলে আমান উল্লাহ জিসান (১১)। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, জিসানের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। এদিকে একই ঘটনায় দগ্ধ জিসানের ছোট বোন সানজিদা (৯) ঢামেকের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। উল্লেখ্য, শনিবার ভোররাতে মধ্যবাড্ডার বৈঠাখালী এলাকার ফরিদ উদ্দিনের কাঠের তৈরি দোতলা বাড়িতে আগুন লাগে। এতে দোতলার বাসার ভাড়াটিয়া জেসমিন আক্তার ও তার দুই সন্তান দগ্ধ হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই বাড়ির নিচতলায় একটি ফার্নিচারের কারখানা ও একটি ভাঙ্গারির গোডাউন রয়েছে। আগুনে কারখানা ও গোডাউন পুড়ে যায়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির দোতলায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় জেসমিন ও তার ছেলেমেয়েকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে পরদিন রবিবার সকালে মারা যান জেসমিন আক্তার। ঢামেক বার্ন ইউনিটের আসাবিক সার্জন ডাঃ পার্থ শঙ্কর পাল জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে জেসমিন আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকালে তার ছেলে জিসানও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জিসানের শরীরের ৩০ শতাংশ ও মেয়ে সানজিদার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×