ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের মধ্যে চিটাগাং চেম্বারের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৫:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের মধ্যে চিটাগাং চেম্বারের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমারে রাখাইনে সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পার্বত্য জেলা বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির উপস্থিতিতে সোমবার চেম্বার সভাপতি মাহবুবুল আলম উখিয়া কুতুপালং এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ এবং কিছু সেবামূলক কার্যক্রম উদ্বোধন করেন। চেম্বার সূত্রে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বার শরণার্থী এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে লাইটিং, ৫০টি টয়লেট ও ৫০টি টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেছে। এছাড়া অবস্থানরত দুই হাজার শরণার্থী পরিবারের মাঝে সোমবার চাল, চিড়া, চিনি, আলু, ডাল, ভোজ্য তেল, ওরস্যালাইন, বালতি, হাড়ি, কম্বল এবং ৫শটি তাবু বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আবদুর রহমান এমপি, চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী স্বপন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা প্রশাসনের প্রতিনিধি, চেম্বারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
×