ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমের সপ্তম ফাইনালে এসে প্রথম ট্রফি জিতলেন ডেনিশ টেনিস তারকা, যোগ দিলেন স্টেফিগ্রাফ-গ্যাব্রিয়েলা সেবাতিনির এলিট ক্লাবে

অনেক দিন পর ওজনিয়াকি

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

অনেক দিন পর ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে এর আগে ছয়বার ফাইনাল খেলেছেন ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু দুর্ভাগ্য তার। সবকটির ফাইনালেই লজ্জাজনকভাবে হেরেছেন তিনি। তবে কখনই হাল ছাড়েননি ডেনমার্কের এই টেনিস তারকা। অবশেষে তারই পুরস্কার পেলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই খেলোয়াড়। রবিবার দুর্দান্ত খেলেই প্যান প্যাসিফিক ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। ফাইনালে রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজের শোকেসে তুলেন ক্যারোলিন ওজনিয়াকি। ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকি ৬-০ এবং ৭-৫ গেমে পরাজিত করেন পাভলিউচেঙ্কোভাকে। সেইসঙ্গে ক্যারিয়ারের ২৬তম শিরোপা জিতলেন ২৭ বছর বয়সী ক্যারোলিন ওজনিয়াকি। গত বছরের অক্টোবরে হংকং ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ওজনিয়াকি। এরপর চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন তিনি। এ বছর মেজর কোন টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও জাপানে যাওয়ার আগেই ছয়টি ডব্লিউটিএ টুর্নামেন্টের ফাইনাল খেলেন বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে থাকা ওজনিয়াকি। রবিবার চলতি মৌসুমের সপ্তম ফাইনাল খেলতে কোর্টে নামেন তিনি। প্রতিপক্ষ রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালেও বড় দুই তারকাকে হারান ওজনিয়াকি। শেষ চারে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার খেলোয়াড়র স্পেনের গারবিন মুগুরুজাকে হারান তিনি। এর আগে শেষ আটে পরাজিত করেন স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকেও। যে কারণে ফাইনালেও স্বাভাবিকভাবেই হট ফেবারিট হিসেবে কোর্টে নামেন ওজনিয়াকি। কোর্টের লড়াইয়েও দেখা গেল ঠিক তেমনটাই। প্রথম সেটে তৃতীয় বাছাই ৬-০ গেমে উড়িয়ে দেন পাভলিউচেঙ্কোভাকে। প্রতিপক্ষকে হারাতে তার সময় লাগে মাত্র ২২ মিনিট। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রাশিয়ান তারকা পাভলিউচেঙ্কোভা। কিন্তু তারপরও ওজনিয়াকির সঙ্গে পেরে ওঠেননি। ৭৫ মিনিট লড়াই করে পাভলিউচেঙ্কোভাকে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে চলতি মৌসুমের সপ্তম ফাইনালে এসে জিতলেন প্রথম ট্রফি। প্রায় এক বছর পর প্রথম শিরোপার স্বাদ পেলেন তিনি। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত ওজনিয়াকি। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাঁচ ফিট ১০ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় বলেন, ‘চলতি বছরে এটা ছিল আমার দশম ফাইনাল। শিরোপার খুব কাছে এসেও যখন বারবার ব্যর্থ হচ্ছিলাম তখন বিষয়টা খুবই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছিল।’ প্যান প্যাসিফিক ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই কোর্টে নেমেছিলেন ড্যানিশ এই টেনিস তারকা। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ২০১৪ সালে ফাইনালে উঠেও রানার্সআপের তৃপ্তি নিয়ে কোর্ট ছেড়েছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। এবার যখন শিরোপা উঁচিয়ে ধরেন তখন পুরনো স্মৃতিগুলোও মনে পড়ছিল তার। এ প্রসঙ্গে মোনাকোতে বসবাসকারী এই খেলোয়াড় বলেন, ‘এর আগেও এখানে শিরোপা জিতেছি। সেই স্মৃতিগুলো আমাকে সত্যিই খুব আনন্দ দেয়। আবারও প্রিয় টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছি। পুরো টুর্নামেন্টেই আমার মনোযোগ ধরে রাখতে পেরেছি এবং আক্রমণাত্মক খেলেছি। এজন্য আমি খুবই খুশি।’ ওজনিয়াকির উচ্ছ্বাসের জোয়ারে ভাসার দিনে চরম হতাশ পাভলিউচেঙ্কোভা। কেননা এই টুর্নামেন্টে জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারকেও যে হারিয়েছিলেন তিনি। তবে রাশিয়ান তারকাকে হারানোর ফলে নতুন এক মাইলফলকও স্পর্শ করলেন ওজনিয়াকি। স্টেফিগ্রাফ এবং গ্যাব্রিয়েলা সেবাতিনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে প্যান প্যাসিফিক ওপেনের তিনটি করে শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন। এই টুর্নামেন্টে পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে এখন পর্যন্ত সর্বোচ শিরোপার মালিক সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস।
×