ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী উপজেলা পরিষদ

কারচুপির অভিযোগে ৫ প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশিত: ০৬:০৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

কারচুপির অভিযোগে ৫ প্রার্থীর নির্বাচন বর্জন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর ॥ প্রথমবারের মতো অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে ভোটকেন্দ্র দখল, প্রভাব বিস্তার, কারচুপি ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে বিএনপির প্রার্থী এসএম ফোরকান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ওসমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মিরজান শামীমা ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আকতার, ইসলামী ফ্রন্টের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুছা নির্বাচন বর্জন করেছেন। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রার্থী তার নিজ বাসভবনে প্রথমে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ভোটের আগের দিন দুপুরে বিএনপির নেতাকর্মীদের মারধর ও দলীয় কার্যালয় ভাংচুরসহ ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী ফোরকান। তবে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ছৈয়দ মোঃ আবু ছাঈদ বিষয়টি অস্বীকার করে বলেছেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়েছে। এতে কেন্দ্র দখলসহ কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি বলে দাবি করেন।
×