ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাদের পলেস্তরা খসে পড়ে ১০ ছাত্রী অহত

প্রকাশিত: ০৭:২২, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ছাদের পলেস্তরা খসে পড়ে ১০ ছাত্রী অহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বিদ্যালয়ের ছাদের পলেস্তরা খসে পড়ে ১০ ছাত্রী আহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারী সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আয়শা আক্তার ও জেরিন আক্তারকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর পাঠদানের সময় হঠাৎ করে বড় আকারের পলেস্তরা খসে ছাত্রীদের মাথার ওপর পড়ে। এ সময় ১০ ছাত্রী আহত হয়। ভবন ধসের আতঙ্কে ছাত্রীরা চিৎকার শুরু করে এবং দৌড়ে ক্লাস রুম থেকে বেরিয়ে আসে। এ সময় অন্যান্য শ্রেণীর ছাত্রীরাও স্কুলের বাইরে চলে আসে। সরেজমিনে গিয়ে দেখা যায় ১৯৮৩ সালে নির্মিত দ্বিতল ভবনটির প্রায় প্রত্যেকটি ফ্লোরই দেবে আছে। সদ্য যোগদান করা বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শাহানারা বেগম জানান, অন্য শিক্ষকরা জানিয়েছেন দুই বছর আগে পলেস্তরা খসে পড়ার ঘটনা ঘটেছিল। তা মৌখিকভাবে উপজেলা প্রকৌশল অফিসে জানানোর পর তারা পরিদর্শন করে জানিয়েছিল এখনও পর্যন্ত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার সময় হয়নি। কিন্তু দুই বছরে ভবনের অনেক পলেস্তরা খসে পড়েছে এবং একাধিক ফাটল দেখা দিয়েছে। পাঠ দান করার সময় ছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও আতঙ্কে থাকেন। এই ভবনে পাঠদান করতে থাকলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিদ্যুতস্পৃষ্টে দুজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ সেপ্টেম্বর ॥ শনিবার নওগাঁর আত্রাই ও মান্দায় পৃথক বিদ্যুতস্পৃষ্টের ঘটনায় এক নির্মাণশ্রমিক ও এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। শনিবার দুপুরে মান্দায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সাবমারসিবল পাম্পের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। নিহত কুদ্দুস উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের আক্কাস আলী ম-লের পুত্র। স্থানীয়রা জানান, উপজেলার গোয়ালমান্দা গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল্লাহেল জালালের বাড়ি প্লাস্টারের জন্য রাজমিস্ত্রি মুন্টুর সহযোগী হিসেবে আব্দুল কুদ্দুস শনিবার সকালে কাজে যান। দুপুরের দিকে ওই বাড়ির সাবমারসিবল পাম্প চালু করে পানি উত্তোলন করেন। পরে পাম্পের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গিয়ে তারে জড়িয়ে যান। অপরদিকে এদিন সকালে নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতস্পৃষ্টে শহিদুল ইসলাম (৪২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শহিদুল ইসলাম উপজেলার বান্ধাইখাড়া উত্তরবিল ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। শনিবার ফার্নিচার দোকানে কাজ করার এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে যন্ত্রপাতিতে সংযোগ দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×