ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এনসিএলে বরিশালের মনিরের ৭ উইকেট

তিন অর্ধশতকে চট্টগ্রামের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

তিন অর্ধশতকে চট্টগ্রামের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনও দুই ম্যাচে বল গড়াতে পারেনি। বগুড়ায় ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ এবং কক্সবাজারে ঢাকা মেট্রোপলিস ও সিলেট বিভাগের ম্যাচটি প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অনুষ্ঠিত হয়নি। তবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিন হয়েছে পুরো খেলা। তিন অর্ধশতকে ভর দিয়ে সফরকারী চট্টগ্রাম দ্বিতীয় দিনশেষে প্রথম ইনিংসে তুলেছে ৮ উইকেটে ৪১৯ রান। অপরদিকে, খুলনা বিভাগ নিজেদের মাঠ শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংস শেষ করেছে ৪৪৪ রানে। বরিশালের বাঁহাতি স্পিনার মনির হোসেন নিয়েছেন ৭ উইকেট। জবাব দিতে নেমে ধুঁকছে বরিশাল বিভাগ। দ্বিতীয় দিনশেষে তারা ৬ উইকেটে ১৭১ রান তুলে এখনও পিছিয়ে ২৭৩ রানে। মেহেদির পর মনিরের ঘূর্ণি ॥ আগের দিন ১৬৫ রান নিয়ে অপরাজিত ছিলেন হাইপারফরর্মেন্স স্কোয়াডের নিয়মিত সদস্য মেহেদি হাসান। অবশ্য শনিবার এনসিএলের দ্বিতীয় দিন তাকে বেশিদূর যেতে দেননি মনির। ডাবল সেঞ্চুরির পথে থাকা এ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন ১৭৭ রান করার পর। মেহেদি ২৯০ বলে ১৬ চার ও ২ ছক্কায় এ রান করেন। ফলে ডাবল সেঞ্চুরির স্বপ্ন পূরণ হয়নি। এর আগেই মোহাম্মদ মিঠুনকে (২০) সাজঘরে ফিরিয়ে ঘূর্ণি বলের ম্যাজিক দেখাতে শুরু করেন ৩১ বছর বয়সী মনির। আগের দিন ৩ উইকেটে ৩৪৬ রান করা খুলনা অনেক বড় সংগ্রহের পথে ছিল। কিন্তু মনির বেশি সুযোগ দেননি। বাকি ৭ উইকেট একাই শিকার করেছেন তিনি। ফলে ৪৪৪ রানেই গুটিয়ে যায় খুলনার প্রথম ইনিংস। আগের দিন কোন উইকেট না পাওয়া মনির ৮৫ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। জবাব দিতে নেমে বরিশাল অবশ্য মাশরাফি বিন মর্তুজা ও আলআমিন হোসেনের গতির তোপে দিশেহারা হয়ে যায়। মাত্র ১৩ রানে তিনটি এবং ৫২ রানে ৪টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায়। তবে রাফসান আল মাহমুদ (৫৮) ও নুরুজ্জামান নয়নের (৫২) অপরাজিত জোড়া অর্ধশতকে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। দিনশেষে ৬ উইকেটে ১৭১ রান করেও ২৭৩ রানে পিছিয়ে আছে তারা। বড় সংগ্রহ চট্টগ্রামের ॥ আগের দিন বৃষ্টির কারণে মাত্র ৪৩ ওভার খেলা হয়েছিল। ব্যাটিংয়ে নেমে রাজশাহীর বোলারদের বিরুদ্ধে বেশ সংগ্রামের মধ্যে পড়ে যান চট্টগ্রামের ব্যাটসম্যানরা। ৬৭ রান করতেই ২ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু ম্যাচের দ্বিতীয় দিন ঝলমলে রোদে জেগে ওঠেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা। পুরো দিনে তারা আরও ৫ উইকেট হারিয়ে ফেললেও ৩৫২ রান যোগ করে। ইয়াসির আলী ৯৪ রান করে সাজঘরে ফিরে সেঞ্চুরি বঞ্চিত হন। ১৬৩ বলে ১৪ চার ও ২ ছক্কায় এ রান করেন তিনি। তিনি তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন তাসামুল হকের সঙ্গে (৩৭)। এরপর পঞ্চম উইকেটে ৮৫ রানের দারুণ এক জুটি গড়েন ইরফান শুক্কুর (৬৫) ও সাজ্জাদুল হক (৬৮) । এই তিনজনের হাফসেঞ্চুরিতেই ৮ উইকেটে দিনশেষে ৪১৯ রানের বড় সংগ্রহ নিয়ে স্বস্তিতে চট্টগ্রাম বিভাগ। জুডোতে বিকেএসপি ও আনসারের দাপট স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ও অনুর্ধ-১৮ জুডো শেষ হয়েছে শনিবার। অনুর্ধ-১৮ পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। অনুর্ধ-১৮ মহিলা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার্সআপ হয়েছে বিকেএসপি। এদিকে জাতীয় জুডো প্রতিযোগিতায় পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্সআপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। মহিলা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। প্রতিযোগিতার সমাপনী দিনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব)।
×