ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লা লিগায় বাপ-বেটার লড়াই আজ

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৭

লা লিগায় বাপ-বেটার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদেই বেড়ে উঠেছেন কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে এঞ্জো জিদান। বলা যায় শৈশবের ক্লাব। এক সময় সেই ক্লাবের বিরুদ্ধে মাঠে নামা অন্যরকম এক অভিজ্ঞতা যে কারোর জন্যই। যেমন ওয়েন রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এভারটনে গিয়েছেন। প্রায়ই খেলতে হয় সাবেক ক্লাবের বিরুদ্ধে। তবে বিষয়টি যদি এমন হয় প্রতিপক্ষ সেই ক্লাবের ডাগআউটে থাকে নিজের বাবা। তাহলে কি হবে। নিশ্চয়ই অন্যরকম এক আবহ সৃষ্টি হবে। তেমনই এক দৃষ্টান্ত স্থাপন হতে চলেছে স্প্যানিশ লা লিগায়। আজ রাতে হতে চলেছে সেই আলোচিত বাপ-বেটার লড়াই। কেননা বাবা জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলবেন ছেলে এঞ্জো জিদান। এঞ্জো লড়বেন আলাভেসের হয়ে মাঠে। আর জিদান থাকবেন রিয়ালের ডাগআউটে। আলাভেসের মাঠে এই বাপ-বেটার লড়াইয়ে দৃষ্টি পুরো বিশ্বের। মাঠে নামছে দুর্দান্ত ফর্মে থাকা বার্সিলোনাও। কাতালানদের প্রতিপক্ষ জিরোনা। লিওনেল মেসিরা টানা ছয় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। নিজেদের মাঠে এ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে সেভিয়ার বিরুদ্ধে। ২০০৪ সালে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে যোগ দেন জিনেদিন জিদানের ছেলে এঞ্জো জিদান। এরপর রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের হয়ে খেলেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের জার্সিতে একমাত্র ম্যাচটিতে খেলেন জিদানের ছেলে। কোপা ডেল রে’র ম্যাচটিতে রিয়ালের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করেন কোচ জিদানের ছেলে। আলাভেসের জার্সিতে এঞ্জোর অভিষেক হয় গত ২৬ আগস্ট। ওই ম্যাচটিতে ঘরের মাঠে বার্সিলোনার বিরুদ্ধে ০-২ গোলে হেরে যায় আলাভেস। এঞ্জো রিয়ালের মুখোমুখি হওয়াকে একইসঙ্গে অতিপ্রাকৃত এবং স্পেশাল অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। চলতি মৌসুমে তিন বছরের চুক্তিতে আলাভেসে যোগ দিয়েছেন এঞ্জো। তবে নতুন মৌসুমে আলাভেসের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জিদান পুত্র। রোমাঞ্চের ম্যাচকে সামনে রেখে রোমাঞ্চিত এঞ্জো বলেন, এটি হবে অতিপ্রাকৃত। কিন্তু একইসঙ্গে এটি আমার জন্য স্পেশাল ম্যাচও। ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছেন জিদান। রিয়াল মাদ্রিদের হয়ে খেলোয়াড় হিসেবে পেয়েছেন সাফল্য। কোচ হওয়ার পরও ভাসছেন সাফল্যের জোয়ারে। এঞ্জোর অনুপ্রেরণা তার বাবাই। আলাভেসের ফরাসী ফুটবলার বলেন, আমার বাবা সমসময় আমার জন্য অনুকরণীয়। তিনি ছিলেন গ্রেট ফুটবলার। তিনি যা করেছেন আমি সবসময় সেগুলো অনুসরণ করার চেষ্টা করি। রিয়াল মাদ্রিদে তারকাদের ভিড়ে প্রথম একাদশে খেলার সুযোগই মিলছিল না তার। যে কারণে ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি। এই বিষয়ে জিদানের ছেলে বলেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নেয়া কখনই সহজ ছিল না। কারণ এমন কোন ক্লাব নেই যেটি রিয়ালের চেয়ে এগিয়ে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু খেলোয়াড় সেখানে থাকতে পারেন না। বর্তমানে লা লিগায় পাঁচ ম্যাচে অংশ নিয়ে শিরোপার দৌড়ে শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে ৭ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে রিয়াল। এই ছন্দ পতনে নীরব কোচ জিনেদিন জিদান। সেই নীরবতার মধ্যেই আলাভেস সফর করছেন রোনাল্ডো, বেলরা। গত মাসে স্প্যানিশ সুপার কাপে বার্সিলোনাকে হোম ও এ্যাওয়ে ম্যাচ মিলিয়ে ৫-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। তাই ধারণা করা হচ্ছিল এবারও লা লিগায় দাপুটে লড়াইয়ের মাধ্যমে শিরোপা ঘরে তুলবে জিদানের শিষ্যরা। কিন্তু বাস্তবে হতাশার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠেই ভ্যালেন্সিয়া ও লেভান্তের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করার পর হেরেছে রিয়াল বেটিসের কাছে। শুধু তাই নয় ৭৪ ম্যাচের পর এই প্রথম প্রতিপক্ষের জালে কোন বল পাঠাতে ব্যর্থ হয়েছে গ্যালাক্টিকোরা। এ প্রসঙ্গে জিদান বলেন, সামান্য কয়েকটি ম্যাচের মধ্যেই আমরা ৭ পয়েন্ট খুইয়েছি। এখনও অনেক পথ পাড়ি দেয়া বাকি আছে। তাই সবকিছু হাতছাড়া হয়ে যাওয়ার আগে এখন থেকেই আমাদের পুরো শক্তি নিয়ে কাজ শুরু করে দিতে হবে। আমি জানি ভুল হলে তা মানুষ মেনে নিতে চায় না। কিন্তু আমাদের সেটি মেনে নিতে হচ্ছে। তাই নীরব হয়ে আছি। লীগের এখনও অনেক বাকি। তাই আমরা নীরবই থাকব। কারণ আমাদের নিজ দায়িত্বেই উঠে আসতে হবে। জানি ভাল সময় আসবে।
×