ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের বিরুদ্ধে মামলা তুলে নিতে বাদীর বাড়িতে হামলা

প্রকাশিত: ০৫:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১৭

পুলিশের বিরুদ্ধে মামলা তুলে নিতে বাদীর বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ঘুষের টাকা না পেয়ে সাতক্ষীরায় মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার শেষ রাতে ১০ থেকে ১৫ জনের হেলমেট বাহিনী সদর উপজেলার কাথ-া গ্রামের মামলার বাদী বজলুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা বাদীর বাড়িতে ভাংচুর, মালামাল লুট ও একটি দামী মোবাইল ছিনিয়ে নেয়াসহ বাদী বজলুর রহমানের ছেলে রাকিবুজ্জামানকে ব্যাপক মারধর করে। মামলা তুলে না নিলে বাদীর স্ত্রীকে বিধবা, বোনকে পিতা-মাতা হারা ও ছেলেকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে। এমনকি রবিবারের মধ্যে আদালতে হাজির হয়ে মামলা তুলে না নিলে বাড়ির সবাইকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে শহরে ইউপি সদস্য আসাদুজ্জামান অসলে ও মজনু মালির নেতৃত্বে কিছু লোক ‘জয় বাংলা’Ñ সেøাগান দিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা কেন জবাব চাই এবং জামায়াত-শিবিরের আশ্রয়দাতাদের বিচার দাবিতে শহরে মিছিল ও মানববন্ধন করে। এর পরেই রাতে পুলিশের বিরুদ্ধে মামলার বাদীর বাড়িতে হামলা, ভাংচুর, লুট ও হত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সদর থানার ওসি মারুফ আহমেদ শুক্রবার বিকেলে জনকণ্ঠকে বলেন, এই হামলা ও ভাংচুরের বিষয়ে তার কিছু জানা নেই। কেউ তার কাছে অভিযোগ করেনি জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার শহরে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে কিছু লোক মিছিল ও মানববন্ধন করে। সেখানে পুলিশের বিরুদ্ধে মামলা কেন জবাব চাই এই সেøাগান সম্পর্কেও তার জানা নেই বলে তিনি জানান। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরায় পুলিশের হাতে আটকের পর নির্যাতনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মারা যান মাদ্রসা সুপার মাওলানা সাইদুর রহমান। এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ ছয়জনের বিরুদ্ধে সাতক্ষীরা আমলি আদালত-১-এ গত ২০ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন নিহতের বড় ভাই বজলুর রহমান।
×