ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার জেলায় চার খুন

প্রকাশিত: ০৪:৫২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

চার জেলায় চার খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ নোয়াখালীতে স্ত্রীর হাতে স্বামী, চাঁদপুরে স্বামীর হাতে স্ত্রী, বগুড়ায় মাদ্রাসা ছাত্রী ও রাজশাহীতে মাছ ব্যবসায়ী খুন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো নোয়াখালী ॥ কোম্পানীগঞ্জে স্ত্রী স্বামীকে খুন করেছে। উপজেলার বসুরহাট পৌরসভর ৩নং ওয়ার্ডে বৃহস্পতিবার রাত তিনটায় এ ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার দুপুরে বাসার দারোয়ানকে আটক করেছে। জানা গেছে, স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় বসুরহাট পৌরসভার বসুরহাট ফিজিও থেরাপি সেন্টারের কর্মী জাকিয়া বেগম রোকসানা তার সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে স্বামী আব্দুর রহিম মঞ্জুকে (৩৪) পিটিয়ে হত্যা করে। ঘটনাটি জানাজানি হওয়ার পূর্বে শুক্রবার ভোর বেলায় জাকিয়া বেগম রোকসানা একটি এ্যাম্বুলেন্সে করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে লাশ ফেলে রেখে জাকিয়া বেগম রোকসানা ও তার লোকজন পালিয়ে যায়। চাঁদপুর ॥ হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মাদকসেবী স্বামী হাছান সরদারের হাতে স্ত্রী শাহিদা বেগম মুক্তা (৩৬) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টায় হাজীগঞ্জ থানা পুলিশ ওই বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় শাহিদার মরদেহ উদ্ধার করেন। শাহিদা সরদার বাড়ির নুরুল ইসলাম সরদারের ছেলে হাছান সরদারের স্ত্রী এবং একই গ্রামের মজুমদার বাড়ির মনসুর আহমেদ মজুমদার এর মেয়ে। তার ৩ কন্যা সন্তান রয়েছে। শাহিদার বড় ভাই নুরে আলম জানান, ১৬ বছর পূর্বে হাছানের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে নেশায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসাও শুরু করেন। পারিবারিক বাধার কারণে সে এলাকা ছেড়ে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় গিয়ে মাদক সেবন ও বিক্রি করতেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে হাছান বাড়িতে দুধ, পাওয়ারুটি ও কলা নিয়ে বাড়িতে আসেন। মধ্য রাতে তার বোনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শ^াসরোধ করে হত্যা করে। রাতেই বাড়ির পুকুরে ফেলে হাছান পালিয়ে যায়। বগুড়া ॥ শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় আয়েশা থাতুন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিশ্চিন্তপুর দক্ষিণপাড়ার অটোরিক্সা চালক রাসেল মিয়ার মেয়ে আয়েশা ঘরে দাদা-দাদি ও পরিবারের দুই সদস্যসহ ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে তার দাদির ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখেন আয়েশা ঘরে নেই। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার পাশের ধান ক্ষেতে লাশ পাওয়া যায়। তার পা পরনের পাজামা দিয়ে বাঁধা ও গলায় স্কার্ফ দিয়ে ফাঁস দেয়া ছিল বলে পুলিশ জানায়। আয়েশা নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ত। রাজশাহী ॥ পবায় শাহবুল ইসলাম (৩২) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দারুশা ইউনিয়নের কৈকুড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাবুল ইসলাম রাজশাহী নগরের রাজপাড়া থানার হড়গ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙ্গা ফেরতাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। শাহাবুল পুকুরে মাছ চাষ ও জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করত। শাহবুলের পরিবারের সদস্যদের বরাদ দিয়ে ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাত ১০ থেকে ১১টার মধ্যে একটি মাইক্রোবাসে করে কে বা কারা তাকে কাশিয়াডাঙ্গা মোড় থেকে তুলে নিয়ে গোদাগাড়ির দিকে চলে যায়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
×