ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মেসির কারণেই বার্সিলোনা ছেড়েছে নেইমার’

প্রকাশিত: ০৪:৩০, ২৩ সেপ্টেম্বর ২০১৭

‘মেসির কারণেই বার্সিলোনা ছেড়েছে নেইমার’

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির সঙ্গে নেইমারের নিখাদ বন্ধুত্বের বিষয়টি সবারই জানা। তবে পরবর্তীতে এই বন্ধুত্ব নাকি আর থাকেনি। মেসির কারণে নেইমারকে ‘ছায়া’ হয়ে থাকতে হয় এমন গুঞ্জন শোনা যায়। যে কারণে ব্রাজিলিয়ান তারকাকে কাছের মানুষেরা পরামর্শ দেন, ন্যুক্যাম্প ছাড়ার। গুঞ্জন আর অনুমানই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। বার্সা ছেড়ে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন নেইমার। আলোচিত দলবদল নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, কথাও কম হয়নি। এবার বার্সারই দুই ফুটবলার জেরেমি ম্যাথিউ ও ইভান রাকিটিচ বললেন, মেসির ছায়া থেকে বের হওয়ার জন্যই বার্সা ছেড়েছেন নেইমার। গত আগস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেয়া নেইমার ফ্রান্সের ক্লাবটির হয়ে দারুণ শুরু করেছেন। সব ধরনের প্রতিযোগিতায় ছয় ম্যাচে ৫ গোল করার পাশাপাশি সমপরিমাণ গোলও করিয়েছেন। নুক্যাম্পে চার বছরের ক্যারিয়ারের দারুণ সফল ছিলেন ২৫ বছর বয়সী নেইমার। বার্সিলোনার হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লীগসহ অনেক শিরোপা জেতেন তিনি। মেসিকে ছাড়িয়ে যাওয়া ও বর্ষসেরা ফুটবলার হওয়ার আকাক্সক্ষাই নেইমারের বার্সিলোনা ছাড়ার মূল কারণ বলে মনে করেন ম্যাথিউ। শুক্রবার সাক্ষাতকারে এই ডিফেন্ডার বলেন, আমার অভিমত, সে বার্সা ছেড়েছিল কারণ সে মেসির পেছনে ছিল। আমি মনে করি, সে ব্যালন ডি’অর জিততে চায়। এই মুহূর্তে সে প্যারিসে সুখে আছে। কারণ সে গোল করছে। মেসিকে এখনও বিশ্বের সেরা ফুটবলার মনে করেন নেইমারের এক মাস আগে বার্সিলোনা ছাড়া ফরাসী খেলোয়াড় ম্যাথিউ। রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনার ক্ষেত্রেও সাবেক সতীর্থকে এগিয়ে রাখছেন তিনি। বলেন, ব্যক্তিগতভাবে আমি রোনাল্ডোকে চিনি না। তারা দুইজন ভিন্ন ধরনের খেলোয়াড়। দু’জনেরই নিজস্ব ধরণ আছে। আমি মেসিকে জানি সে কতটা ভালো খেলোয়াড়। বার্সায় নেইমারের সাথে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচেরও দারুণ সম্পর্ক ছিল। দু’জনের বন্ধুত্ব ছিল দেখার মতো। তাইতো নেইমার বার্সা ছাড়ায় ব্যথিত তিনি। প্রিয় বন্ধুর দল ছেড়ে যাওয়াটা রাকিটিচকে ভুগিয়েছে। সাক্ষাতকারে রাকিটিচ বলেন, ব্যক্তিগতভাবে এটা আমার জন্য খুব কঠিন ছিল। শুধু ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নয় আমার জন্য, নেইমার একজন বড় মাপের মানুষও। তাকে আমাদের ড্রেসিং রুমে প্রয়োজন ছিল। তাই আমার জন্য এটা বেশ খারাপ একটা সিদ্ধান্ত। কারণ আমি তাকে আমার দলে চাইতাম। নেইমার বার্সায় ছিলেন চার মৌসুম। ১৮৬ বার মাঠে নেমে ১০৫টি গোল করেছেন। তার শূন্যতা পূরণে সম্ভাব্য সবকিছুই করেছে বার্সিলোনা। ১০৫ মিলিয়ন ইউরোয় উসমান ডেম্বেলে এসেছেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে। মিডফিল্ড শক্তিশালী করতে যোগ দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান পাউলিনহো। যদিও কুটিনহোকে দলে টানার সব চেষ্টাই বিফল হয়েছে। এরপরও কি নেইমারের শূন্যতা কেটেছে? রাকিটিচ মনে করেন এ রকম খেলোয়াড়ের শূন্যতা পূরণ হওয়ার নয়। তাই খারাপ লাগলেও নেইমারের সিদ্ধান্তকে সম্মান করতে হবে বার্সিলোনার। এ প্রসঙ্গে তুখোড় এই মিডফিল্ডার বলেন, কোন ক্লাব যদি তাকে কিনতে চায় আর সেও যদি বার্সা ছাড়তে চায়, তবে আমাদের সেটাকে সম্মান দেখানো উচিত। শুভকামনা জানান উচিত। আশা করব সে প্যারিসে অনেক গোল করবে, সুখী হবে। আমাদের পথটা কিন্তু আমাদেরই পাড়ি দিতে হবে এবং আগের চেয়ে শক্ত থাকতে হবে। নেইমারের বদলি হিসেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বার্সায় আনা হয়েছে ডেম্বেলেকে। কিন্তু এসেই ইনজুরির কবলে পড়েছেন ফ্রান্সের ২০ বছর বয়সী উঠতি তারকা। হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ত্রোপচার করতে হয়েছে, ফিরে আসতে অন্তত তিন মাস সময় লাগতে পারে। যদিও দুই মাসের মধ্যেই মাঠে ফিরতে আশাবাদী ডেম্বেলে।
×