ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোতে আর্সেনাল, চেলসি, ম্যানইউ, ম্যানসিটি

প্রকাশিত: ০৫:১৯, ২২ সেপ্টেম্বর ২০১৭

শেষ ষোলোতে আর্সেনাল, চেলসি, ম্যানইউ, ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় রাউন্ডের নিজ নিজ ম্যাচ জিতে ইংলিশ লীগ কাপ ফুটবলের চতুর্থ পর্বে (শেষ ষোলো) উঠেছে আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও এভারটন। বুধবার রাতে গোলোৎসব করে জয় পেয়েছে চেলসি, ম্যানইউ ও এভারটন। নিজেদের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দ্বিতীয় বিভাগের দল নটিংহ্যাম ফরেস্টকে। ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে ম্যানইউ ৪-১ গোলে হারিয়েছে দ্বিতীয় বিভাগের দল বার্টন এ্যালবিওনকে। এভারটন ৩-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে থিও ওয়ালকটের একমাত্র গোলে আর্সেনাল ১-০ ব্যবধানে হারিয়েছে ডনকাস্টার রোভার্সকে। ব্রুমউইচের মাঠে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক ওয়েস্টব্রুমউইচ এ্যালবিওনকে। সিটির দু’টি গোলই করেন লিরয় সানে। তবে জোড়া গোলের দিনে সানে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে দুশ্চিন্তা ভর করে পেপ গার্ডিওলার দলে। ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয়ে জোড়া গোল করেন মার্কাস রাশফোর্ড। এছাড়া একটি করে গোল করেন জোশে লিনগার্ড ও এ্যান্টোনিও মার্শিয়াল। চেলসির বড় জয়ের নায়ক মিকি বাটশুয়াই। হ্যাটট্রিক করেন বেলজিয়ামের স্ট্রাইকার। এছাড়া চার্লি মুসোন্দা ও কেনেডি করেন একটি করে গোল। তৃতীয় রাউন্ডের ম্যাচের পর চতুর্থ পর্বে কে কার সঙ্গে খেলবে সেটাও নিশ্চিত হয়েছে। বুধবার রাতে ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর ম্যাচে সোয়ানসি সিটির মাঠে খেলবে জোশে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ঘরের মাঠে ওয়েন রুনির এভারটনকে আতিথ্য দেবে চেলসি। লীগ কাপের নাম বদলে এবার থেকে ক্যারাবাও কাপে পরিণত হয়েছে। ক্যারাবাও এনার্জি ড্রিঙ্কস কোম্পানির সঙ্গে স্পন্সরশিপ চুক্তির ফলেই এই পরিবর্তন। চেলসি-ম্যানইউর তুলনায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার, আর্সেনাল ও লিচেস্টার সিটি। পেপ গার্ডিওলার সিটি খেলবে চ্যাম্পিয়নশিপের দল উলভসের বিরুদ্ধে। অন্যদিকে লন্ডন ডার্বির ম্যাচে ওয়েস্টহ্যামকে আতিথ্য দেবে টটেনহ্যাম। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ নরউইচ সিটি। অন্যদিকে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লিডস ইউনাইটেডকে আতিথ্য দেবে লিভারপুলকে বিদায় করে শেষ ষোলোতে ওঠা লিচেস্টার সিটি। শেষ ষোলোর অপর দুটি ম্যাচে মিডলসব্রোরোকে আতিথ্য দেবে বোর্নমাউথ এবং ক্রিস্টাল প্যালেস খেলবে ব্রিস্টল সিটির মাঠে। এদিকে এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার তদন্তের আওতায় আসতে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসিকে। বিদেশী তরুণ খেলোয়াড়দের সঙ্গে চুক্তির বিষয়ে ফিফার আইন ভঙ্গ করার একটি সম্ভাব্য অভিযোগ উঠেছে ব্লুজেদের বিরুদ্ধে। এমনটাই নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এ সম্পর্কে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, তদন্তের বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। তবে তদন্তের স্বার্থে এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু আমরা বলতে পারছি না। সূত্রমতে জানা গেছে বিদেশী তরুণদের চুক্তির ব্যাপারে চেলসির বিপক্ষে যে আইন ভঙ্গের অভিযোগ ফিফা করেছে তা সম্পূর্ণভাবে অস্বীকার করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সবধরনের শর্ত ও আইন মেনেই দলবদল করেছে চেলসি। যদিও গত বছর রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দলবদল সংক্রান্ত যে অভিযোগ আনা হয়েছিল তার থেকে চেলসির ঘটনাটি কম গুরুতর বলেই বিবেচিত হচ্ছে। ওই ঘটনায় স্প্যানিশ দুই ক্লাবকে ১৮ বছরের কম বয়সী বিদেশী খেলোয়াড়দের দলভুক্ত করার ব্যাপারে ফিফার আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলবদলের ব্যাপারে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। এর আগে ২০০৯ সালে একবার চেলসিকে এই ধরনের শাস্তি পেতে হয়েছিল। ফরাসী ক্লাব লেন্স থেকে গায়েল কাকুটাকে দলে ভেড়াতে গিয়ে ফিফার শর্তাবলী ভঙ্গ করেছিল লন্ডনের ক্লাবটি। গত বছরও বারকিনা ফাসো ফরোয়ার্ড বার্টান্ড ট্রায়োরের চুক্তির ব্যাপারেও চেলসিকে ফিফার তদন্তের আওতায় আসতে হয়েছিল। মাত্র ১৬ বছর বয়সী বার্টান্ডের আন্তর্জাতিক ছাড়পত্র ছাড়াই চেলসিতে খেলার ব্যাপারে অভিযোগ এনেছিল ফিফা।
×