ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে এসসি নার্সিং কোর্স চালু হচ্ছে

প্রকাশিত: ০৫:১০, ২২ সেপ্টেম্বর ২০১৭

বিএসএমএমইউতে এসসি নার্সিং কোর্স চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমসি নার্সিং কোর্স চালু ও প্রেস্ক্রাইবিং নার্স তৈরির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং কোর্স চালু করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নার্সদের প্রতি অত্যন্ত দরদি ও আন্তরিক বলেই নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়ার পাশাপাশি বেতনও বৃদ্ধি করেছেন। কর্মরত সকল নার্সদের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে মডেল ওয়ার্ড চালু করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার শহীদ ডাঃ মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্রছাত্রীদের ‘ক্যাপিং সেরিমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×