ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিড দ্বিগুণ করতে চায় ভারত, ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:০৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

লিড দ্বিগুণ করতে চায় ভারত, ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে বিরাট কোহলির ভারত। স্বাগতিক অধিনায়ক কোহলি জানিয়েছেন, দাপট অব্যাহত রেখে ব্যবধান আরও বাড়িয়ে নিতে চায় তার দল। অন্যদিকে বাংলাদেশ সফরে সিরিজ ড্র করলেও ঢাকা টেস্ট হারের পর ভারতে অসিদের শুরুটা হয়েছে অত্যন্ত বাজে। এর আগে বছরের শুরুতে এখানে টেস্ট সিরিজেও বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। সবমিলিয়ে স্টিভেন স্মিথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ওয়ানডে সিরিজে নেতৃত্বের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে স্মিথকে, এ জন্য আজকের দ্বিতীয় ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। স্মিথ নিজে অবশ্য অধিনায়কত্ব নিয়ে চাপের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। সেরাটা দিয়ে ঘুরে দাঁড়ানোটাই এখন অতিথিদের প্রথম লক্ষ্য। এ জন্য সতীর্থদের কাছ থেকে শতভাগ চাইছেন তিনি। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা দুইটায়। ফেবারিটের তকমা নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। চেন্নাইয়ের প্রথম ওয়ানডের শুরুতেই অবশ্য বিপদে পড়েছিল টিম-ইন্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। এমন অবস্থায় বেশ শঙ্কায় পড়ে বিরাট কোহলির দল। সেই শঙ্কা পরবর্তীতে দূর করেছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও হারদিক পান্ডিয়া। ষষ্ঠ উইকেটে ১১৬ বলে ১১৮ রান যোগ করেন তারা। ৬৬ বলে ৮৩ রাানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নিউ সেনসেশন পান্ডিয়া। আর অভিজ্ঞ ধোনির ব্যাট থেকে আসে ৮৮ বলে ৭৯ রান। ফলে ৭ উইকেটে ২৮১ রানের বড় সংগ্রহ পায় ভারত। এরপর বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১ ওভারে ১৬৪ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৩৭ রানে থামে অস্ট্রেলিয়া। বৃষ্টি আইনে সফরকারীরা হারে ২৬ রানে। আজও ভাল করতে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক। কোহলি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের টপ-অর্ডার ব্যর্থ হয়েছিল। আশা করব দ্বিতীয় ম্যাচে সবাই ভাল করবে এবং বড় ইনিংস খেলবে। আমাদের লক্ষ্য সিরিজে ডাবল লিড নেয়া। এ জন্য তিন বিভাগেই ভাল পারফর্মেন্স করতে হবে। যাতে অস্ট্রেলিয়াকে আবারও বিধ্বস্ত করা যায়।’ অন্যদিকে স্মিথের এটি ক্যারিয়ারের শততম ওয়ানডে। সব ভুলে ঘুরে দাঁড়াতে চান অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘দল হিসেবে আমরা বাজেভাবে হেরেছি। ম্যাচ জয়ের ভাল সুযোগ ছিল আমাদের। কিন্তু ধোনি-পান্ডিয়া সব হিসাব-নিকাশ উলট-পালট করে দেয়। তারপরও প্রথম ম্যাচ নিয়ে আমরা এখন আর ভাবছি না। সবকিছু নতুনভাবে শুরু করব এবং সিরিজে সমতা আনতে সর্বাত্মক চেষ্টা করব। ঘরের মাটিতে ভারত শক্তিশালী। আমাদের তাই সর্বোচ্চটা দিতে হবে।’ অধিনায়কত্ব নিয়ে ওঠা চাপ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমি আসলে নেতৃত্ব নিয়ে মোটেই ভাবছি না। মনে হয় না আমার অধিনায়কত্ব চাপের মুখে। সত্য কথা হচ্ছে বাংলাদেশ সফরের পর এখানেও আমাদের শুরুটা ভাল হয়নি। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে অনেক কিছুই হতে পারে। সাত-পাঁচ না ভেবে মাঠে নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে হবে।’ অন্যদিকে সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে বিশ্রামে রেখে প্রথম তিন ওয়ানডের দল সাজিয়েছিল ভারত। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে দুই তারকার অভাব বুঝতেই দেননি যুভেন্দ্র চাহাল আর কপিল দেব। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্মিথ বলেছিলেন, দুই রিস্ট স্পিনারকে একদমই বুঝতে পারেননি তারা। এ নিয়ে সিরিজের বাকি সময়ে বিশেষ পরিকল্পনা থাকবে তাদের। হারের পথে আরও কোণঠাসা না হতে চাইলে সেই পরিকল্পনাটা আজই কাজে লাগাতে হবে। প্রায় ১৭ বছর পর কলকাতায় মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৩ সালে এই ভেন্যুতে লড়েছিল তারা। ম্যাচটি ৩৭ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। ইতিহাস কি স্মিথদের জন্য প্রেরণা হতে পারবে?
×