ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গে পেট্রোবাংলার এমওইউ সই

প্রকাশিত: ০৮:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গে পেট্রোবাংলার এমওইউ সই

স্টাফ রিপোর্টার ॥ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের জন্য সিঙ্গাপুরের ট্রেডিং কোম্পানি গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে পেট্রোবাংলা। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে পেট্রোসেন্টারে দুইপক্ষের মধ্যে এমওইউটি সই হয়। এই সমঝোতার ভিত্তিতে গানভর বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে। পেট্রোবাংলা সূত্র বলছে, গানভর একটি ট্রেডিং কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে। এই প্রক্রিয়ায় ক্রয়, জাহাজীকরণ থেকে পরিবহন সকল বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। তবে সবকিছুই চূড়ান্ত হবে এমওইউ’র ভিত্তিতে চুক্তির মাধ্যমে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প কারখানায় গ্যাসের সঙ্গে এলএনজি মিশ্রিত করে মিশ্রিত গ্যাস সরবারহ করা হবে। এতে মূল্য কিছুটা বেশি হলেও ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে। তিনি বলেন, গ্যাসের সঙ্কট আগামী বছরের এপ্রিল থেকেই হ্রাস পেতে থাকবে। এলএনজি ক্রয়ের জন্য কাতারের রাশগ্যাস, ওমানের ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল, ইন্দোনেশিয়ার পারটোমিনা, সুইজারল্যান্ডের এস্ট্রা ওয়েল ও সিঙ্গাপুরের গানভরের সঙ্গে এমওইউ করা হয়েছে। এছাড়াও স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের জন্য গত ১৭ আগস্ট ইওআই (আগ্রহপত্র) চাওয়ার প্রেক্ষিতে ৪১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। প্যানেল তৈরি ক্রয় চুক্তি সই করা হবে। প্রথম ধাপে আমদানিকৃত ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আগামী বছর এপ্রিল থেকে চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হবে। দ্বিতীয় পর্যায়ের অক্টোবর ২০১৮তে ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি শুরুর পর তা দেশের মধ্যাঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে। প্রথম ধাপে এলএনজি চট্টগ্রামে সরবরাহ করা শুরু হলেও এর ফলাফল অন্যান্য অঞ্চলেও প্রভাব রাখবে। এখন চট্টগ্রামে দৈনিক ২৩০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট অন্যান্য অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নাজিমউদ্দিন চৌধুরী ও প্রেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়জুল্লাহ বক্তব্য রাখেন।
×