ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে স্ত্রীর ছোড়া ফুটন্ত গরম পানিতে স্বামীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে স্ত্রীর ছোড়া ফুটন্ত গরম পানিতে স্বামীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সদর উপজেলায় স্ত্রী মিনু বেগমের (৩৫) ছোড়া ফুটন্ত গরম পানিতে চিকিৎসাধীন নাসির উদ্দিনের (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। পঞ্চসারের আদারিয়া তলা এলাকায় ১৪ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই শাহেব উদ্দিন জানান, ১৪ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় আমার ভাইয়ের শরীরে মরিচ, লবণ মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। ঘটনার দিন রাতে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনায় ১৫ সেপ্টেম্বর সদর থানায় অভিযোগপত্র দেয়া হয়। পরে রাতে আমি বাদী হয়ে মিনু বেগমকে প্রধান আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয় (মামলা নং-২৪(৯)১৭) তাদের সংসারে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামি মিনু বেগম পলাতক আছে। পুলিশ তদন্ত করছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন।
×