ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পয়েন্ট নষ্ট করল বিকেএসপি

প্রকাশিত: ০৫:১১, ২০ সেপ্টেম্বর ২০১৭

পয়েন্ট নষ্ট করল বিকেএসপি

স্পোর্টস রিপোর্টার ॥ বিকেএসপি অনুর্ধ-১৭ বালক দল ভারতে চলমান সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় খেলায় পয়েন্ট হারিয়েছে। তারা আফগানিস্তান দলের সঙ্গে ২-২ গোলে ড্র করে। আফগানিস্তান ২১ ও ৩৯ মিনিটে ২ গোল করে এগিয়ে যায়। ৬৯ মিনিটে বিকেএসপির রেজওয়ান পেনাল্টি থেকে এবং ৭৪ মিনিটে মেরাজ ফ্রি কিক থেকে গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। বিকেএসপি প্রথম খেলায় আন্দামান এ্যান্ড নিকোবারের বিপক্ষে ওয়াকওভার এবং দ্বিতীয় ম্যাচে সিকিমের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে। মার্সেল কাপ শরীর গঠন স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা’ আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। ৬টি ওজন শ্রেণীর প্রত্যেক ক্যাটাগরিতে ক্যাশ এ্যাওয়ার্ড থাকবে। বিচ তায়কোয়ানদো অক্টোবরে স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের ব্যবস্থাপনায় অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিচ তায়কোয়ানদো প্রতিযোগিতা’র প্রথম আসর। ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ সবকিছুতেই পাইওনিয়ার হওয়ার চেষ্টা করি। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম বিচ কাবাডি, প্রথম বিচ ভলিবল, প্রথম বিচ কুস্তি, প্রথম বিচ টেনিস, প্রথম বিচ বডিবিল্ডিংসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট প্রথমবারের মতো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজন করেছি। সেগুলোর মধ্যে বেশকিছুর ধারাবাহিকতাও রক্ষা করে চলছি। বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন যেহেতু প্রথমবারের মতো বিচ তায়কোয়ানদো প্রতিযোগিতা আয়োজন করতে প্রোপোজাল দিয়েছে সেহেতু এই আয়োজনের সঙ্গে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
×