ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন নির্বাচক কমিটি পেল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৫:১০, ২০ সেপ্টেম্বর ২০১৭

নতুন নির্বাচক কমিটি পেল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন নির্বাচক কমিটি বেছে নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সাবেক টেস্ট বোলার প্রায়েম ল্যাবরয়ের নেতৃত্বে গড়া হয়েছে পাঁচ সদস্যের কমিটি। লঙ্কান ক্রিকেটে দুঃসময়ে দায়িত্ব নেয়ায় ল্যাবরয়ের প্যানেলকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ফরমেটের সিরিজেই ‘হোয়াইটওয়াশ’ হওয়ার পর গত মাসে প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়ার প্যানেল পদত্যাগ করে। ঘরের মাঠে জিম্বাবুইয়ের মতো ‘খর্বশক্তি’র দলের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-৩ ব্যবধানে হারে লঙ্কানরা। যা সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন দুঃসময়ের ইঙ্গিত দেয়। এরপর ভারতের বিপক্ষে ঘরের মাঠে সবগুলো ম্যাচেই পরাজিত হওয়ায় দুঃস্বপ্ন ভর করে লঙ্কান ক্রিকেটে। নতুন নির্বাচক কমিটির প্রথম এ্যাসাইনমেন্ট হবে পাকিস্তান সিরিজ। মঙ্গলবার এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণার মধ্য দিয়ে নতুন নির্বাচক কমিটি তাদের কাজ শুরু করবেন।’ ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে নয়টি টেস্ট এবং ৪৪টি ওয়ানডে খেলেছেন ল্যাবরয়। ৫৩ বছর বয়সী ল্যাবরয় নির্বাচক কমিটিতে সঙ্গী হিসেবে পাচ্ছেন গামিনি বিক্রমাসিংহে, জেরিল বুটার্জ, সজিত ফার্নান্দো ও অশেকাকা গুরুসিনহাকে। গুরুসিনহা একইসঙ্গে ম্যানেজারের দায়িত্বেও রয়েছেন। পাকিস্তান সিরিজকে সামনে রেখে রবিবার দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
×