ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলি যেখানে লয়েডকে ছাড়িয়ে

প্রকাশিত: ০৫:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৭

কোহলি যেখানে লয়েডকে ছাড়িয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ক্লাইভ লয়েডকে পেছনে ফেলে ‘অধিনায়ক’ হিসেবে সবচেয়ে বেশি শতাংশ ওয়ানডে ম্যাচ জয়ের দিকদিয়ে এখন সবার ওপরে ভারতের দলপতি বিরাট কোহলি। রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারায় কোহলির নেতৃত্বাধীন ভারত। ফলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি শতাংশ ম্যাচ জয়ের নজির গড়েন কোহলি। তার অধীনে ৩৬ ম্যাচে ২৮টি জয় ও ৭টিতে হারের স্বাদ পায় ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে অধিনায়ক হিসেবে কোহলির সাফল্যের হার শতকার ৮০ শতাংশ। এতদিন এই ক্ষেত্রে সেরা ছিলেন সাবেক ক্যারিবীয় দলপতি ক্লাইভ লয়েড। ৮৪ ম্যাচে অধিনায়কত্ব করে ৬৪ ম্যাচে দলকে জয় এনে দেন তিনি। এছাড়া তার অধীনে ১৮টিতে হার এবং ১টি করে ড্র এবং পরিত্যক্ত হয়েছিল। তাই অধিনায়ক হিসেবে লয়েডের ম্যাচ জয়ের শতাংশ ৭৭ দশমিক ৭১। কোহলি শীর্ষে উঠে যাওয়ায় দ্বিতীয়স্থানে নেমে গেছেন লয়েড। ওয়ানডে জয়ের দিক দিয়ে ৭৬ দশমিক ১৪ শতাংশ নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। অসিদের ২৩০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরমধ্যে ১৬৫টি জয়, ৫১টি হার, ২টি টাই ও ১২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
×