ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেরোবিতে ভর্তির আবেদন শুরু

প্রকাশিত: ০৪:৩৭, ২০ সেপ্টেম্বর ২০১৭

বেরোবিতে ভর্তির আবেদন শুরু

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ সেপ্টেম্বর ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ বুধবার প্রথম প্রহর (রাত ১২টা) থেকে শুরু হবে। চলবে ১০ নবেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান। তিনি বলেন, পূর্ব নির্ধারিত প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬-৩০ নবেম্বরই অনুষ্ঠিত হবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.brur.ac.bd পাওয়া যাবে। বশেমুরকৃবিতে গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উইন্টার-১৬ টার্মের ছাত্রছাত্রীদের ‘গ্র্যাজুয়েশন ডে’ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওই টার্মের ব্যাচেলর অব সায়েন্স (কৃষি) প্রোগ্রাম সম্পন্নকারী ৯ম ব্যাচ, ব্যাচেলর অব সায়েন্স (ফিশারিজ) ৫ম ব্যাচ, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ২য় ব্যাচ এবং ব্যাচেলর অব সায়েন্সের (কৃষি অর্থনীতি) প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের এ ‘গ্র্যাজুয়েশন ডে’ অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অডিটরিয়ামে মঙ্গলবার দুপুরে গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গ্র্যাজুয়েশন সম্পন্নকারী ছাত্রছাত্রীদের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
×