ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ সেপ্টেম্বর ॥ মাদারীপুর সদর উপজেলার কুমাড়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী নুরুন্নাহার (৬) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় সোমবার বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, সচেতন নাগরিকসহ স্থানীয়রা। বেপরোয়াভাবে গাড়ি (ইজিবাইক) চালানো ও রাস্তার পাশে অবৈধ দোকান থাকার কারণে ওই ছাত্রীর অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় মারা যাবার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে বক্তরা বিদ্যালয়ের আঞ্চলিক সড়কের সামনে স্পিডব্রেকার দেয়া ও অবৈধ দোকান তুলে নেয়ার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন রশিদ চৌকিদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা মলিসহ অন্যরা। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুমড়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকান থেকে খাবার কিনে আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় নুরুন্নাহারকে দ্রুতগামী অটোবাইক ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×