ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গরম পানি ঢেলে স্ত্রীকে ঝলসে দিল স্বামী

প্রকাশিত: ০৩:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

গরম পানি ঢেলে স্ত্রীকে ঝলসে দিল স্বামী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা যোগাতে না পারায় শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে এক গৃহবধূকে ঝলসে দিয়েছে তার পাষন্ড স্বামী আব্দুল জলিল। সোমবার দগ্ধ গৃহবধূ তাছলিমাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে জলিল পলাতক। জলিল গাজীপুরের শ্রীপুর উপজেলার সোহাদিয়া গ্রামের মৃত জনব আলীর ছেলে। পুলিশ জানান, একযুগ আগে আব্দুল জলিলের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার পাঠানটেক এলাকার মৃত ওমর আলীর মেয়ে তাছলিমার বিয়ে হয়। তাদের সংসারে জবা নামের সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে। জলিল এলাকায় রং মিস্ত্রির কাজ করে। জলিল ব্যবসা করার কথা বলে কিছুদিন আগে স্ত্রী তাছলিমার মাধ্যমে পদক্ষেপ নামের স্থানীয় একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করে। ওই ঋণের কিস্তি বাবদ সাড়ে পাঁচ শ’ টাকা মঙ্গলবার পরিশোধের কথা ছিল। কিন্তু তাছলিমা কিস্তির টাকা যোগাড় করতে পারেনি। এদিকে জলিলও কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে রবিবার রাতে স্বামী ও স্ত্রীর বাগবিতন্ডা হয়। এসময় তাছলিমা রাতের ভাত রান্না করছিল। একপর্যায়ে জলিল ক্ষিপ্ত হয়ে তাছলিমাকে এলোপাথাড়ি মারধর করে। এসময় জলিল ভাতের ফুটন্ত গরম পানি তাছলিমার ওপর ঢেলে দিলে তার মুখম-লসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
×