ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাড়ে ১৭ হাজার কৃষক পাবেন বিনামূল্যে সার-বীজ

প্রকাশিত: ০৩:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৭

সাড়ে ১৭ হাজার কৃষক পাবেন বিনামূল্যে সার-বীজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৪৮৬ কৃষক এবার পাবেন বীজ ও সার। ইতোমধ্যে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এক বিঘা জমিতে ফসল করার জন্য বীজ ও সার বিনামূল্যে পাবেন বলে জানিয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা। সোমবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী জানান, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৪৮৬ কৃষকের তালিকা করা হয়েছে। প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে আবাদ করার জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার পাবেন। এর মধ্যে সাড়ে ৪ হাজার কৃষক পাবেন গমবীজ, ২ হাজার ৪০০ কৃষক পাবেন ভুট্টাবীজ, সাড়ে ৭ হাজার কৃষক পাবেন সরিষা বীজ, ২ হাজার কৃষক পাবেন মুগ ডালের বীজ, ১ হাজার ৫০ কৃষক পাবেন তিল বীজ এবং ৩৬ কৃষক পাবেন বিটি বেগুনের বীজ। এছাড়াও ১ বিঘা জমিতে আবাদ করার পরিমানে তারা বিনামূল্যে সার পাবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পের আওতায় তাদের বীজ ও সার সরবরাহ করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, এবারের বন্যায় রাজশাহীর সাতটি উপজেলার দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মোহনপুর ও বাগমারা উপজেলার কৃষক।
×