ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেশবপুরে বাবাকে পিটিয়ে খুন

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৭

কেশবপুরে বাবাকে পিটিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৭ সেপ্টেম্বর ॥ রবিবার সকালে কেশবপুরের বাঁশবাড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করেছে একমাত্র ছেলে আবু সালাম। নিহতের নাম নয়াব আলী মোড়ল (৭৫)। সকালে বাড়ির পাশে ক্ষেতে নিড়ানির কাজ করার সময় সালাম তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে হত্যা করে। পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, নয়াব আলী মোড়ল এলাকায় একজন নিরীহ প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত। গ্রামের মসজিদের ক্যাশিয়ার। একমাত্র ছেলে আবু সালাম কোন কাজ করে না। তিনটি বিয়ে করা সালাম সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। বিভিন্ন খরচের টাকা সে পিতার কাছ থেকেই নিয়ে থাকে। এর আগে তিনটি গরু জোর করে বিক্রি করে নিয়েছে। দুই সন্তানের পিতা আবু সালাম খরচের টাকা নেয়ার জন্য পিতার সঙ্গে প্রায়ই খারাপ ব্যবহার করে আসছিল। রবিবার সকালে সালাম ঘরে রাখা পাট বিক্রি করার জন্য পিতার কাছে ঘরের চাবি দিতে বলে। বেপরোয়া চলাফেরার পিতা নয়াব আলী মোড়ল চাবি দিতে রাজি না হলে ক্ষুব্ধ হয়ে বাড়ির পাশে ক্ষেতে কর্মরত অবস্থায় পিছন থেকে বাঁশ দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে চলে যায়। মাথা ফেটে ঘিলু বেরিয়ে আসায় নয়াব আলী ঘটনাস্থলেই পড়ে থাকে। এলাকার এক গৃহবধূ ওই জায়গার পাশ দিয়ে যাবার সময় তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে। এরপর বাড়ি থেকে লোকজন গিয়ে নয়াব আলীকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় ছিনতাইকারীর হাতে কলেজছাত্র স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস থেকে জানান, নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাবে বলে ৩ বন্ধু মিলে রিক্সা কিনে অবসর সময় রিক্সা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই রিক্সার জন্যই প্রাণ দিতে হলো কলেজছাত্র আল আমিনকে (২১)। ছিনতাইকারীরা রিক্সা ছিনতাইয়ের সময় শনিবার রাতে আল আমিনকে ছুরিকাঘাত করে বগুড়া সদরের উত্তর ছিলিমপুর এলাকায় রাস্তার ধারে ফেলে রেখে যায়। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার কিছু সময় পর সে মারা যায়। পুলিশ রাতেই ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিক্সা উদ্ধার ও এর সঙ্গে জড়িত আব্দুল করিম নামে এক যুবককে গ্রেফতার করেছে। নন্দীগ্রাম উপজেলার দামরুল গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন বগুড়া সরকারী আযিযুল হক কলেজে ইসলামী ইতিহাস বিভাগের প্রথম বর্ষের (অনার্স) ছাত্র ছিল। সে শহরের খান্দার এলাকার একটি মেসে থাকত। মেসটি জুয়েলের মেস হিসেবে পরিচিত। দুই ভাই ও এক বোনের মধ্যে আল আমিন বড়। পরিবারের ওপর থেকে নিজের লেখাপড়ার খরচের চাপ কমাতে অবসর সময়ে সে রিক্সা চালিয়ে আয়ের পথ বের করতে ৭/৮ মাস আগে রিক্সা চালানোর সিদ্ধান্ত নেয়। মেসে থাকা অপর দুই বন্ধুর সঙ্গে মিলে একটি ব্যাটারিচালিত রিক্সা কেনে বলে নিহত কলেজ ছাত্রের ছোট ভাই দশম শ্রেণীর ছাত্র আশিক বাবু জানাান। রিক্সা চালিয়ে উপার্জিত অর্থ থেকে নিজের খরচ মিটিয়ে মাঝে মাঝে খাতা কলম কিনে বাড়িতে গিয়ে ছোট ভাইকে দিয়ে আসত। অবসর সময় বের করে ৩ বন্ধু পালাক্রমে সুবিধামতো কয়েক ঘণ্টা করে রিক্সা চালাত বলেও আশিক জানান। সিরাজগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিন আক্তারকে (২১) পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জানা যায়, প্রায় সাড়ে ৩ বছর আগে পাশের শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের দরিদ্র কৃষক আবু সাইদের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে সৈয়দপুর গ্রামের ছবেদ আলীর বখাটে ছেলে গ্যাদন আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী গ্যাদন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। এজন্য শারমিনকে মাঝে মাঝেই বেদম মারধর করত। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে শারমিনকে বেদম পিটিয়ে ও পায়ে ছুরি দিয়ে খুঁচিয়ে গুরুতর আহত করা হলে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। রবিবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাভারে দুই যুবক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় বস্তাবন্দীসহ অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন সাভার গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালের সামনে একটি খোলা জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন সকালে ওই স্থানে অজ্ঞাত ওই যুবকের বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে শনিবার রাতে আশুলিয়ার ‘মড়াগাং’ এলাকা থেকে অজ্ঞাত অপর এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। কেরানীগঞ্জে অপহৃত শিশু নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে ফারজানা আক্তার (৮) নামে অপহৃত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পশ্চিম সিরাজনগর এলাকার বাড়ির পেছনের একটি ঝোপ থেকে ওই শিশুর মরদেহ পাওয়া যায়। শনিবার সন্ধ্যায় বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয় বলে জানান স্বজনরা। এ ঘটনায় শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন শিশুটির বাবা কবির হোসেন। জানা যায়, শিশুটি সিরাজনগর আল মারকাজুল মাদ্রাসায় প্রথম শ্রেণীতে লেখাপড়া করে। শনিবার সন্ধ্যায় সে নিখোঁজ হয়। এরপর রবিবার ভোরে অপরিচিত একটি নম্বর দিয়ে কবির হোসেনের মোবাইলে ফোন করে মেয়ের মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করা হয়। সকাল ১০টার মধ্যে টাকা বসিলা ব্রিজের কাছে টাকা নিয়ে আসতে বলা হয়। অন্যথায় শিশুটিকে হত্যা করা হবে হুমকি দেয়া হয়। এরপর দুপুর পৌনে ২টার দিকে বাড়ির পেছনের ঝোপের মধ্যে ফারজানার মৃতদেহ পাওয়া যায়। ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও, ১৭ সেপ্টেম্বর ॥ রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়ন ভেলায় গ্রামে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তোফাজুল হকের মেয়ে মুক্তা রানীর (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে রানীশংকৈল থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জানা যায়, শনিবার সকালে মুক্তা রানী পরীক্ষা দেয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বেব হয়ে যায়। কিন্তু গভীর রাত অবধি বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়ে পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। সকালে এলাকাবাসী মুক্তার লাশ ধান ক্ষেতে পরে থাকতে দেখে তার বাবাকে খবর দেয় এবং পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জে প্রবাসী নারীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সদর উপজেলার ফতুল্লার রসুলবাগ এলাকা থেকে কুয়েত প্রবাসী মুক্তা আক্তার (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে রসুলাগ এলাকার সেলিম মিয়া ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিলেটে চা-দোকানি স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোলাপগঞ্জ উপজেলায় রবিবার দুপুরে ঝুলন্ত অবস্থায় এক চা-দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কনাই মিয়া (৫৫) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি গ্রামের মৃত জহুর আলীর ছেলে। পুলিশ জানায়, কনাই মিয়া হেতিমগঞ্জ বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করতেন। সেই সুবাধে তার এক প্রতিবেশী চা পানের জন্য সকালে চায়ের দোকানে যান। দোকান বন্ধ পেয়ে তার বাসস্থানে গেলে সেখানে চা বিক্রেতাকে রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
×