ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাটোরে আইনজীবীর বাড়ি ও সড়কে ডাকাতি

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭

নাটোরে আইনজীবীর বাড়ি ও সড়কে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ সেপ্টেম্বর ॥ নাটোর শহরের এক আইনজীবীর বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা, মোবাইল সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শনিবার রাত দুটোর দিকে শহরের মীরপাড়া মহল্লার ব্যারিস্টার শিহাব উল আরেফিন টুটুলের বাসায় এ ঘটনা ঘটে। অপরদিকে, সিংড়া উপজেলার জামতলী-বামিহাল সড়কের ডাকাতগাড়ী এলাকায় রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির সময় পরিমল চন্দ্র ওরফে সুশান্ত (২৫) নামের এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার ভোরে জামতলীগামী একটি ট্রাকে ডাকাতিকালে এ ঘটনা ঘটে। আটক ডাকাত গাইবান্ধার সাদুল্লাপুরের বদলগাত গ্রামের নির্মল চন্দ্রের ছেলে। নাটোর শহরের মীরপাড়া মহল্লার বাসিন্দা ব্যারিস্টার শিহাব-উল-আরেফিন টুটুল জানান, শনিবার রাত দুটোর দিকে মুখোশধারী পাঁচজনের একটি ডাকাত দল গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের। এরপর ডাকাত দল ঘরের আসবাবপত্র তছনছ করে এবং বিভিন্ন লকার ভেঙ্গে টাকাসহ মালামাল লুটে করে নিয়ে চলে যায়। মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৭ সেপ্টেম্বর ॥ আদিতমারী উপজেলা সদরের বুড়িরবাজার ঈদগাহ মাঠে জোরপূর্বক দোকানঘর ও টিনের চালা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা আজিম মিয়ার ওপর হামলা করায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। আদিতমারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির ব্যানারে রবিবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িরবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেনÑ আদিতমারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা আজিম মিয়া, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সমাজসেবক মোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম কাদেরী, ইবনে হাবিব কাসুরী চঞ্চল, ইউপি সদস্য সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, সাবেক খতিব আজিজার রহমান প্রমুখ।
×