ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:০০, ১৮ সেপ্টেম্বর ২০১৭

মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অবদান এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠন ও চট্টগ্রাম বন্দর সচল করার ক্ষেত্রে বন্ধুপ্রতীম রাশিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল ওলেগ পি বয়কোর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। রবিবার মেয়রের বাস ভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন রাশিয়ান স্থপতি আশিক ইমরান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোঃ মঞ্জুরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানার ফেরদৌস, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম প্রমুখ। চসিক মেয়র বলেন, রাশিয়া বাংলাদেশের মানুষের পাশে আছে। বন্ধুপ্রতীম দেশ হিসেবে রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-চিকিৎসাসহ নানা বিষয়ে পারস্পরিক গভীর সম্পর্ক বিদ্যমান। এছাড়াও তথ্যপ্রযুক্তিসহ নানা বিষয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করে বাংলাদেশের বিদ্যুত উৎপাদনে রাশিয়া ভূমিকা রাখছে। রেডিমেট গার্মেন্টস রাশিয়ার বাজারে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম থেকে রাশিয়ায় অসংখ্য শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাচ্ছে। দীর্ঘ সময় চট্টগ্রামে কূটনীতিকের দায়িত্বকালে ওলেগ পি বয়কোর সঙ্গে চট্টগ্রামের মানুষের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে, যা কোনদিন ভোলার নয়।
×