ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেশবপুর হাসপাতালে ভর্তি এক রোহিঙ্গা

প্রকাশিত: ০৫:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৭

কেশবপুর হাসপাতালে ভর্তি এক রোহিঙ্গা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৬ সেপ্টেম্বর ॥ কেশবপুর হাসপাতালে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে আহত এক রোহিঙ্গাকে ভর্তি করা হয়েছে। উপজেলার গড়ভাঙ্গা বাজার থেকে থানা পুলিশ উদ্ধার করে অজ্ঞাত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। মাথায় দুটি কোপের আঘাত ও বাঁ পায়ে পোড়ার ক্ষত নিয়ে আসা ওই রোহিঙ্গার ভাষা কেউ বুঝতে পারছে না। শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, খুবই ক্ষুধার্ত ওই ব্যক্তি অস্বাভাবিকভাবে ভাত খাচ্ছেন। মনে হলো অনেকদিন তিনি খাননি। মাঝে মাঝে হিন্দীতে বলা কিছু কথা একজন দর্শক বুঝে জানান, তারা ছয়জন নৌকায় বাংলাদেশে আসে। তারপর কিভাবে একা একা কেশবপুরের গড়ভাঙ্গা বাজারে এসেছেন সে ভাষা কেউই বুঝতে পারছেন না। থানার ওসি এসএম আনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তি বোবা। তার কথা বোঝা যায় না। মাথায় ও পায়ে ক্ষত নিয়ে ৫/৭ দিন আগে সে উপজেলার গড়ভাঙ্গা বাজারে আসে। এলাকার লোকজন তাকে খেতে দিত। সারাদিন ঘোরাঘুরি করে রাতে ওই বাজারে শুয়ে থাকত। একটা মশারিও কিনে দিয়েছে এলাকার লোকজন।
×