ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে যুবলীগের কার্যালয়ে গুলি বর্ষণ, আটক এক

প্রকাশিত: ০৫:১৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

সোনারগাঁয়ে যুবলীগের কার্যালয়ে গুলি বর্ষণ, আটক এক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় যুবলীগের কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রিফাত নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনাটি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম। জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের এস.এস ফিলিং স্টেশন সংলগ্ন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী সভা করছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস কার্যালয়ে গুলি বর্ষণ করে। এতে কার্যালয়ের দরজার কাঁচ ছিদ্র হয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির বুলেট (স্পিøন্টার) ও গুলির খোসা উদ্ধার করেছে। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, শুক্রবার রাতে যুবলীগ কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির বুলেট (স্পিøন্টার) ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
×