ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারাগারে প্রেরণ

প্রতারক তোফায়েলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

প্রকাশিত: ০৪:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

প্রতারক তোফায়েলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

জনকণ্ঠ রিপোর্ট ॥ দেশের শীর্ষস্থানীয় বহুল প্রচারিত পত্রিকা দৈনিক জনকণ্ঠের সাংবাদিক পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতারকৃত প্রতারক তোফায়েল আহমেদকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতারের পর শনিবার প্রতারককে ঢাকার সিএমএম আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। শনিবার বিকেলে দলীয় প্যাডে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় বলে জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জানা গেছে, সম্প্রতি গ্রেফতারকৃত প্রতারক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী বেশ কয়েক ব্যক্তির কাছে নিজেকে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মশিউর রহমান খান পরিচয় দিয়ে নানা অনৈতিক সুবিধা আদায় করে। পরবর্তীতে বিষয়টি কর্তৃপক্ষ ও সাংবাদিকের নজরে আসে। ওই সাংবাদিক রমনা মডেল থানায় এ সংক্রান্ত একটি জিডি ও একটি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি দল নেত্রকোনা থেকে ওই প্রতারককে আটক করতে সক্ষম হয়। তার নাম তোফায়েল আহমেদ (২৭), পিতার নাম জসীম উদ্দিন। বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামে। ডিবির একজন উর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জনকণ্ঠকে জানান, প্রতারক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। ইতোমধ্যেই কয়েকজনের কাছ থেকে লক্ষাধিক টাকার বেশি হাতিয়ে নিয়েছে ওই প্রতারক। ওই প্রতারক সুকৌশলে শুধু আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাছে টাকা দাবি করেছে। এতে স্বাভাবিক কারণেই মুক্তিযুদ্ধের সপক্ষের সবচেয়ে বলিষ্ঠ পত্রিকা হিসেবে পরিচিত ও সুনাম থাকা দৈনিক জনকণ্ঠের ভাবমূর্তি ক্ষমতাসীন সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এমন প্রতারণার পেছনে গভীর কোন ষড়যন্ত্র আছে কি-না সে বিষয়ে তদন্ত চলছে।
×